বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Cancelled Local Trains in Sealdah: শিয়ালদা লাইনে ৪০ লোকাল ট্রেন বাতিল! আজ ও রবিতে কোনগুলি চলবে না? সময়-সহ লিস্ট রইল

Cancelled Local Trains in Sealdah: শিয়ালদা লাইনে ৪০ লোকাল ট্রেন বাতিল! আজ ও রবিতে কোনগুলি চলবে না? সময়-সহ লিস্ট রইল

আজ এবং রবিবার মিলিয়ে শিয়ালদা ডিভিশনে ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Indian Railways)

শনিবার এবং রবিবার মিলিয়ে শিয়ালদা ডিভিশনে ৪০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। যে তালিকায় শিয়ালদা-বনগাঁ শাখা, শিয়ালদা-হাসনাবাদ, শিয়ালদা-বারাসত, শিয়ালদা-দত্তপুকুর, লক্ষ্মীকান্তপুর-নামখানা শাখার বিভিন্ন ট্রেন আছে। কোন কোন ট্রেন বাতিল থাকছে? একেবারে টাইমটেবিল ধরে দেখে নিন।

ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার এবং রবিবার শিয়ালদা লাইনে ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের দমদম জংশন-বারাসত লাইনে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেজন্য শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে। আর আপ লাইনে শনিবাররাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। সেজন্য শনিবার এবং রবিবার মিলিয়ে ৪০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। 

আরও পড়ুন: WB Monsoon Rain Forecast: অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে?

শনিবার শিয়ালদা-বনগাঁ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33856: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন 33860: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) আপ 33861: রাত ১১টায় শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ 33863: রাত ১১টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

শনিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33538: রাত ৯ টা ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) আপ 33533: রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33512: রাত ৩ টে ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

২) ডাউন 33514: ভোর ৪ টে ৪৮ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।

৩) আপ 33511: ভোর ৫ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ 33517: সকাল ৮ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-বনগাঁ লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33812: রাত ২ টো ৫৮ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

২) ডাউন 33814: ভোর ৪ টে ২৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৩) ডাউন 33818: ভোর ৫ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৪) ডাউন 33820: সকাল ৬ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

৫) আপ 33811: রাত ৩ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৬) আপ 33813: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৭) আপ 33815: ভোর ৪ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৮) আপ 33817: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

আরও পড়ুন: Bank and WB Govt Office Holiday Update: শনি থেকে পরপর সরকারি অফিস বন্ধ! বিশ্বকর্মা পুজোয় ছুটি থাকবে? ব্যাঙ্ক কবে খোলা?

রবিবার শিয়ালদা-দত্তপুকুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33612: ভোর ৫ টা ৪২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

২) ডাউন 33618: সকাল ৮ টা ৪৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৩) ডাউন 33616: সকাল ৭ টা ৩২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।

৪) আপ 33613: সকাল ৭ টা ২৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 34924: বেলা ১২ টা ৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

২) আপ 34923: দুপুর ১ টা ৩৫ মিনিট নামখানা থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 30712: সকাল ৯টা ৪০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

২) আপ 30711: দুপুর ২ টো ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।

রবিবার বনগাঁ-মাঝেরহাট লাইনে কোন ট্রেন বাতিল?

১) ডাউন 30342: সকাল ৬ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-হাবরা লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33652: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।

২) আপ 33651: ভোর ৪টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লাইনে কোন ট্রেন বাতিল?

১) আপ 30145: সকাল ৮ টা ১০ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-মধ্যমগ্রাম লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) আপ 30357: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।

২) ডাউন 30358: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।

রবিবার মাঝেরহাট-বারাসত লাইনে কোন ট্রেন বাতিল?

১) আপ 30351: সকাল ১০ টা ২০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।

রবিবার বারাসত-বনগাঁ লাইনে কোন ট্রেন বাতিল?

১) আপ 33361: সকাল ৭ টা ৪৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

রবিবার শিয়ালদা-বারাসত লাইনে কোন কোন ট্রেন বাতিল?

১) ডাউন 33432: ভোর ৫ টা ১৬ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

২) ডাউন 33434: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

৩) আপ 33431: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৪) আপ 33435 সকাল ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

৫) আপ 33439: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।

রবিবার বারাসত-দত্তপুকুর লাইনে কোন ট্রেন বাতিল থাকবে?

১) আপ 33357: সকাল ৭ টা ২ মিনিটে বারাসত থেকে ছাড়ে।

কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?

আরও পড়ুন: Vande Bharat Express Stoppages-Timings: হাসছে দুর্গাপুর ও বোলপুর! বাংলার ২ বন্দে ভারত কোথায় দাঁড়াবে? রইল পুরো টাইমটেবিল

বাংলার মুখ খবর

Latest News

নবরাত্রির চতুর্থ দিনে কী বিশেষ ভোগ নিবেদনে প্রসন্ন হন মা কুষ্মাণ্ডা? জেনে নিন দুর্ভাগ্যের ছায়া থেকে মুক্তি পেতে নবরাত্রিতেই ঘর থেকে দূর করুন এই জিনিসগুলি চাকরি ও ব্যবসায় সাফল্য পেতে শারদীয়া নবরাত্রিতে করুন এই সহজ কাজ এমনিতে চাপ নেই কিন্তু…ভারত ম্যাচের আগে অকপট পাকিস্তানের অধিনায়ক সানা 'লাভ জিহাদ' করলে চোখ নষ্ট করে দাও, নিদান বিজেপি নেতার, মামলা দায়ের কাঁটাপুকুরে বিক্ষোভকারীদের নাক ফাটিয়ে এবার তাদের বিরুদ্ধেই FIR করল কলকাতা পুলিশ ২ মাস পরেই ভারতের প্রথম হাইড্রোজেন ট্রেনের ট্রায়াল! বাংলায় আসছে? কবে চালু হবে? ঝাড়খণ্ডে মেয়েদের মাসে ২১০০ করে দেবে বিজেপি, ইস্তেহারে জায়গা পেল না অনুপ্রেবশ মুম্বইয়ে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড! বাড়িতে আগুন লেগে মৃত্যু একই পরিবারের ৭ জনের 'জিগরা' চিত্রনাট্য নিয়ে ভাসান বালার মন্তব্যে বিতর্ক, মুখ খুললেন করণ জোহর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.