ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজের জন্য শনিবার এবং রবিবার শিয়ালদা লাইনে ৪০টি লোকাল ট্রেন বাতিল থাকছে। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শিয়ালদা ডিভিশনের দমদম জংশন-বারাসত লাইনে একটি ব্রিজের রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। সেজন্য শনিবার রাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ১০ টা ৩০ মিনিট পর্যন্ত ডাউন লাইনে পাওয়ার ব্লক থাকবে। আর আপ লাইনে শনিবাররাত ১০ টা ৩০ মিনিট থেকে রবিবার সকাল ৮ টা ৩০ মিনিট পর্যন্ত পাওয়ার ব্লক করা হবে। সেজন্য শনিবার এবং রবিবার মিলিয়ে ৪০টি লোকাল ট্রেন বাতিল করে দেওয়া হয়েছে। একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল।
শনিবার শিয়ালদা-বনগাঁ লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 33856: রাত ৯ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
২) ডাউন 33860: রাত ১০ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৩) আপ 33861: রাত ১১টায় শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ 33863: রাত ১১টা ৫০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
শনিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 33538: রাত ৯ টা ২৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।
২) আপ 33533: রাত ১০ টা ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-হাসনাবাদ লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 33512: রাত ৩ টে ৫ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।
২) ডাউন 33514: ভোর ৪ টে ৪৮ মিনিটে হাসনাবাদ থেকে ছাড়ে।
৩) আপ 33511: ভোর ৫ টা ২০ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ 33517: সকাল ৮ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-বনগাঁ লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 33812: রাত ২ টো ৫৮ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
২) ডাউন 33814: ভোর ৪ টে ২৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৩) ডাউন 33818: ভোর ৫ টা ৪০ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৪) ডাউন 33820: সকাল ৬ টা ১৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
৫) আপ 33811: রাত ৩ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৬) আপ 33813: ভোর ৪ টে ১৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৭) আপ 33815: ভোর ৪ টে ৫৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৮) আপ 33817: ভোর ৫ টা ৫৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-দত্তপুকুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 33612: ভোর ৫ টা ৪২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।
২) ডাউন 33618: সকাল ৮ টা ৪৫ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।
৩) ডাউন 33616: সকাল ৭ টা ৩২ মিনিটে দত্তপুকুর থেকে ছাড়ে।
৪) আপ 33613: সকাল ৭ টা ২৬ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
রবিবার লক্ষ্মীকান্তপুর-নামখানা লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 34924: বেলা ১২ টা ৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
২) আপ 34923: দুপুর ১ টা ৩৫ মিনিট নামখানা থেকে ছাড়ে।
রবিবার মাঝেরহাট-লক্ষ্মীকান্তপুর লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 30712: সকাল ৯টা ৪০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।
২) আপ 30711: দুপুর ২ টো ৩৫ মিনিটে লক্ষ্মীকান্তপুর থেকে ছাড়ে।
রবিবার বনগাঁ-মাঝেরহাট লাইনে কোন ট্রেন বাতিল?
১) ডাউন 30342: সকাল ৬ টা ৩৫ মিনিটে বনগাঁ থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-হাবরা লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 33652: সকাল ৬ টা ৩৭ মিনিটে হাবরা থেকে ছাড়ে।
২) আপ 33651: ভোর ৪টা ৪৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
রবিবার বিবাদী বাগ-কৃষ্ণনগর সিটি লাইনে কোন ট্রেন বাতিল?
১) আপ 30145: সকাল ৮ টা ১০ মিনিটে বিবাদী বাগ থেকে ছাড়ে।
রবিবার মাঝেরহাট-মধ্যমগ্রাম লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) আপ 30357: সকাল ৯ টায় মাঝেরহাট থেকে ছাড়ে।
২) ডাউন 30358: সকাল ১০ টা ৩৫ মিনিটে মধ্যমগ্রাম থেকে ছাড়ে।
রবিবার মাঝেরহাট-বারাসত লাইনে কোন ট্রেন বাতিল?
১) আপ 30351: সকাল ১০ টা ২০ মিনিটে মাঝেরহাট থেকে ছাড়ে।
রবিবার বারাসত-বনগাঁ লাইনে কোন ট্রেন বাতিল?
১) আপ 33361: সকাল ৭ টা ৪৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
রবিবার শিয়ালদা-বারাসত লাইনে কোন কোন ট্রেন বাতিল?
১) ডাউন 33432: ভোর ৫ টা ১৬ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
২) ডাউন 33434: সকাল ৮ টা ১৫ মিনিটে বারাসত থেকে ছাড়ে।
৩) আপ 33431: সকাল ৮ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) আপ 33435 সকাল ১০ টা ২২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৫) আপ 33439: সকাল ১০ টা ৫৮ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
রবিবার বারাসত-দত্তপুকুর লাইনে কোন ট্রেন বাতিল থাকবে?
১) আপ 33357: সকাল ৭ টা ২ মিনিটে বারাসত থেকে ছাড়ে।