বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMC workers join BJP in Bagda: বাগদায় তৃণমূলে ভাঙন, পঞ্চায়েত সদস্যা-সহ ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ ৪০০ কর্মীর

TMC workers join BJP in Bagda: বাগদায় তৃণমূলে ভাঙন, পঞ্চায়েত সদস্যা-সহ ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ ৪০০ কর্মীর

তৃণমূল ও বিজেপির পতাকা। ফাইল ছবি

শান্তনা মণ্ডল-সহ ৪০০ জন কর্মী বনগাঁ সংগঠনিক জেলার বিজেপির জেলা নেতৃত্বের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছেন। বিজেপিতে যোগ দিয়ে এদিন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শান্তনা মণ্ডল। তিনি বলেন, তৃণমূলে থেকে তিনি মানুষের জন্য কাজ করতে পারছিলেন না।

পঞ্চায়েত ভোট এগিয়ে আসতে একে একে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিচ্ছেন বহু নেতাকর্মী। সেই আবহে আবারও ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। ঘাসফুল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন ৪০০ জন তৃণমূল কর্মী। উত্তর ২৪ পরগনার বাগদা ব্লকের রনঘাট পঞ্চায়েতের তৃণমূল সদস্যা শান্তনা মণ্ডল সহ ৪০০ জন কর্মী তৃণমূল ছেড়ে পদ্ম শিবিরে যোগ দিয়েছেন। পঞ্চায়েত ভোটের আগে এতজন কর্মী বিজেপিতে যোগ দেওয়ায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে তৃণমূল কংগ্রেস। এ নিয়ে শুরু হয়েছে জোর চর্চা। যদিও সংখ্যাটা ৪০০ নয় বলেই দাবি করেছে তৃণমূল।

শান্তনা মণ্ডল-সহ ৪০০ জন কর্মী বনগাঁ সংগঠনিক জেলার বিজেপির জেলা নেতৃত্বের হাত ধরে গেরুয়া শিবিরে যোগদান করেছেন। বিজেপিতে যোগ দিয়ে এদিন তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন শান্তনা মণ্ডল। তিনি বলেন, তৃণমূলে থেকে তিনি মানুষের জন্য কাজ করতে পারছিলেন না। তৃণমূলে দুর্নীতির বাড়ন্ত হওয়ার কারণেই তিনি দল ছেড়েছেন। এদিন শান্তনা আরও বলেন, মানুষের জন্য কাজ করার ইচ্ছে থেকেই তিনি ভালোবেসে বিজেপিতে যোগদান করেছেন। তাঁর সঙ্গে মোট ৪০০ জন কর্মী বিজেপিতে যোগ দিয়েছেন বলে তিনি দাবি করেছেন। শান্তনা মণ্ডল বিজেপিতে যোগদানের পরেই তাঁকে পালটা আক্রমণ করেছেন বাগদা পূর্ব ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি পরিতোষ কুমার সাহা।

তিনি পালটা শান্তনা মণ্ডলের স্বামীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন। তিনি আরও দাবি করেছেন, ৪০০ জন নয়, ১৫ জন বিজেপিতে যোগ দিয়েছেন। পরিতোষ বলেন, ‘শান্তনার স্বামী দীর্ঘদিন ধরেই বিভিন্ন রকমের দুর্নীতির সঙ্গে যুক্ত। এমনকী তিনি চোরা চালানোর সঙ্গেও যুক্ত রয়েছেন। আমরা দলের পক্ষ থেকে তাঁকে বহুবার সতর্ক করেছি। কিন্তু তারপরেও তিনি দুর্নীতি চালিয়ে গিয়েছেন। এখন বিজেপিতে যোগ দিয়ে নিজেকে দুর্নীতিমুক্ত প্রমাণ করার চেষ্টা করছেন শান্তনা।’ তবে এর ফলে তৃণমূলের কিছু এসে যায় না বলেও তিনি দাবি করেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন