শিয়ালদা-ডানকুনি শাখায় কাজের জন্য ১০০ ঘণ্টার ‘মেগা ব্লক’ থাকবে। আর সেজন্য আগামী ২৩ জানুয়ারি থেকে আগামী ২৬ জানুয়ারি পর্যন্ত শিয়ালদা থেকে ডানকুনির মধ্যে ৪৪টি লোকাল ট্রেন বাতিল থাকবে (অর্থাৎ চারদিন মিলিয়ে ১৭৬টি)। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, ওই চারদিন শিয়ালদা-ডানকুনি শাখায় লোকাল ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ থাকবে। সেইসঙ্গে বাতিল থাকবে একগুচ্ছ মেল বা এক্সপ্রেস। একাধিক দূরপাল্লার ঘুরপথে চালানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।
৯৫ বছরের পুরনো ব্রিজে কাজ চলবে!
কিন্তু কী এমন কাজ হবে যে ১০০ ঘণ্টার ‘মেগা ব্লক’ থাকবে? পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, দমদম-ডানকুনি শাখার বালিঘাট এবং বালিহল্টের মধ্যে রেল ওভার ব্রিজের পুরনো স্টিল গার্ডার পরিবর্তন করা হবে। প্রায় ৯৫ বছর আগে তৈরি হওয়া ব্রিজের গার্ডারের অবস্থা ভালো নয়। তাই জরুরি ভিত্তিতে ব্রিজের ‘স্বাস্থ্য’ উন্নতির কাজ করা হবে। লাগবে ১০০ ঘণ্টা। ২২ জানুয়ারি রাত ১২ টা (ইংরেজি মতে ২৩ জানুয়ারি) থেকে আগামী ২৭ জানুয়ারি ভোর চারটে পর্যন্ত কাজ চলবে।
ট্রেনের গতি বাড়বে!
রেলের তরফে দাবি করা হয়েছে, যে কাজ চলবে, তা যাত্রীদের সুরক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো বটেই। ওই কাজের পরে ওই অংশে ট্রেনের গতিও বাড়বে। আর সেই পরিস্থিতিতে ওই কাজটা করতেই হত। রেলের তরফে জানানো হয়েছে, যাত্রীদের যাতে দুর্ভোগ কম হয়, সেজন্য ২৩ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারির মধ্যে কাজ করা হচ্ছে। সেইসময় ছুটি থাকবে।
কোন কোন শিয়ালদা-ডানকুনি লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) ৩২২১২
২) ৩২২১৪
৩) ৩২২১৬
৪) ৩২২১৮
৫) ৩২২২০
৬) ৩২২২২
৭) ৩২২২৪
৮) ৩২২২৬
৯) ৩২২২৮
১০) ৩২২৩০
১১) ৩২২৩২
১২) ৩২২৩৪
১৩) ৩২২৩৬
১৪) ৩২২৩৮
১৫) ৩২২৪০
১৬) ৩২২৪১
১৭) ৩২২৪৪
১৮) ৩২২৪৬
১৯) ৩২২৪৮
২০) ৩২২৫০
কোন কোন ডানকুনি-শিয়ালদা লোকাল ট্রেন বাতিল থাকবে?
১) ৩২২১১
২) ৩২২১৩
৩) ৩২২১৫
৪) ৩২২১৭
৫) ৩২২১৯
৬) ৩২২২১
৭) ৩২২২৩
৮) ৩২২২৫
৯) ৩২২২৭
১০) ৩২২২৯
১১) ৩২২৩১
১২) ৩২২৩৩
১৩) ৩২২৩৫
১৪) ৩২২৩৭
১৫) ৩২২৩৯
১৬) ৩২২৪১
১৭) ৩২২৪৩
১৮) ৩২২৪৫
১৯) ৩২২৪৭
২০) ৩২২৪৯
শিয়ালদা-বারুইপাড়া শাখায় কোন কোন ট্রেন বাতিল থাকবে?
১) ৩২৪১১ শিয়ালদা-বারুইপাড়া লোকাল: দুপুর ২ টো ১২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
২) ৩২৪১১ বারুইপাড়া-শিয়ালদা লোকাল: দুপুর ৩ টে ২৩ মিনিটে বারুইপাড়া থেকে ছাড়ে।
৩) ৩২৪১৩ শিয়ালদা-বারুইপাড়া লোকাল: রাত ৮ টা ৪২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে।
৪) ৩২৪১৪ বারুইপাড়া-শিয়ালদা লোকাল: রাত ১০ টা ৪৮ মিনিটে বারুইপাড়া থেকে ছাড়ে।