অবৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভারতে ঢুকতে গিয়ে উত্তর ২৪ পরগনার হিঙলগঞ্জে গ্রেফতার হলেন ৬ জন। এদের মধ্যে এক দালালও রয়েছেন। শুক্রবার হেমনগর কোস্টাল থানার কমলাখালি এলাকার ঘটনা। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত।
হিঙলগঞ্জে কালিন্দী নদী পেরিয়ে ভারতে ঢোকার চেষ্টা করে ৫ বাংলাদেশি। ধৃতরা বাংলাদেশের কৈখালি এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। তাদের নদী পার হয়ে ভারতে ঢুকতে সাহায্য করে নিমাই রায় নামে স্থানীয় এক ব্যক্তি।
বাংলাদেশিদের নদী পেরোতে দেখেই ঘিরে ফেলেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ এসে ৫ বাংলাদেশি নাগরিক ও নিমাই রায়কে গ্রেফতার করে।
স্থানীয়রা জানিয়েছেন, করোনা মহামারির জেরে দীর্ঘদিন সীমান্ত বন্ধ। যার ফলে বেআইনি ভাবে ভারতে প্রবেশের প্রবণনতা বেড়েছে। হিঙলগঞ্জের মতো প্রত্যন্ত এলাকা দিয়ে সীমান্তরক্ষীদের নজর এড়িয়ে নিয়মিত ঢুকছে বাংলাদেশি নাগরিকরা। তাতে মদত করছে এদেশের কিছু দালাল। মোটা টাকার বিনিময়ে সীমান্ত পার করাচ্ছে তারা। এমনকী বাংলাদেশিদের অস্থায়ী ভাবে আশ্রয়ও দিচ্ছে।
শুক্রবার ধৃতদের বসিরহাট আদালতে পেশ করে পুলিশ। ধৃতদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।