কুকুরের ঘেউ ঘেউ শব্দে অতিষ্ঠ হয়ে উঠেছিলেন এক ব্যক্তি। সেই ক্ষোভে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে হত্যা করে ফেললেন ৫ টি কুকুর। এমনই অভিযোগ উঠেছে নদিয়ার রানাঘাটের রায়নগরে। অভিযোগ তপন মণ্ডল নামে এক ব্যক্তি মাংসের সঙ্গে বিষ মিশিয়ে কুকুরগুলিকে হত্যা করেছেন। এই ঘটনার খবর প্রকাশ্যে আসতে সরব হয়েছেন পশুপ্রেমীরা। ইতিমধ্যেই এই ঘটনায় রানাঘাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। কুকুর হত্যার ঘটনায় অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়দের পাশাপাশি পশুপ্রেমীরা।
আরও পড়ুন: পথকুকুরকে শ্বাসরোধ করে হত্যা, নৃশংস ঘটনা মুম্বইয়ে, ৩ জনের বিরুদ্ধে অভিযোগ
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রানাঘাট থানার রায়নগর কর্মকার পাড়ায় গত কয়েক মাস ধরে একের পর এক পথপুকুরের মৃত্যু হচ্ছে বিষক্রিয়ায়। প্রথমে স্থানীয়রা বিষয়টি বুঝে উঠতে পারিনি। কিন্তু, পরে জানতে পারেন তপন মণ্ডল নামে কর্মকার পাড়ার এক বাসিন্দা নিয়মিত পথ কুকুরদের মাংস খেতে দিতেন। স্থানীয়দের অভিযোগ, ওই ব্যক্তিই মাংসের সঙ্গে বিষ মিশিয়ে ৫টি কুকুরকে হত্যা করেছেন। স্থানীয়দের আরও অভিযোগ, তপন মণ্ডল রাস্তা দিয়ে হাঁটলেই কুকুরগুলি তাকে দেখে ঘেউ ঘেউ করত। সেই ক্ষোভেই তিনি কুকুরগুলিকে হত্যা করেছেন। এ ছাড়া আরও বেশ কয়েকটি কুকুরের অবস্থা আশঙ্কাজনক। সেগুলির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।
অন্যদিকে, অভিযোগ দায়ের হওয়ার পরেই তপন কর্মকার এলাকা ছেড়ে পালিয়েছেন বলে জানা গিয়েছে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ। অভিযুক্তের সন্ধানে চেষ্টা চালাচ্ছে পুলিশ। তবে অভিযুক্ত বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় তার ওপর কুকুরগুলিকে মেরে ফেলার সন্দেহ আরও দৃঢ় হয়েছে স্থানীয়দের। জানা গিয়েছে, কুকুরের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরে জানা যাবে সেগুলি কীভাবে মারা গিয়েছে।
প্রসঙ্গত, মাস খানেক আগেই কলকাতার জোকায় একইভাবে খাবারের সঙ্গে বিষ মিশিয়ে ৫টি কুকুর ছানাকে মেরে ফেলার অভিযোগ উঠেছিল। জোকার একটি আবাসন চত্বরে দফায় দফায় মোট ৫টি কুকুরছানার দেহ উদ্ধার হয়। সেক্ষেত্রে ময়নাতদন্তের রিপোর্টে কুকুর ছানাগুলির মৃত্যুর কারণ হিসেবে খাবারে বিষক্রিয়ার কথা উল্লেখ করা হয়। এছাড়াও, বছরকয়েক আগে এনআরএস মেডিক্যাল কলেজের ভিতরে ১৬টি কুকুরছানাকে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল। তারপরেও একাধিক জায়গায় কুকুরকে বিষ দিয়ে মারার অভিযোগ উঠেছে।