নাবালকদের লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি দক্ষিণ চব্বিশ পরগনার নরেন্দ্রপুর থানার দাসপাড়া এলাকায় ঘটেছে। এই ঘটনায় ৫ জন নাবালক আহত হয়েছে। তাদের বয়স ১০ থেকে ১২ বছরের মধ্যে। তার মধ্যে দুজন বেশি আঘাত পেয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা চলছে। এই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে ঘটনায় এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি।
ভাটপাড়ায় বোমা ফেটে মৃত্যু কিশোরের, বল ভেবে খেলতে গিয়েই ঘটল বিপত্তি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ এলাকার মাঠে ওই নাবালকরা খেলছিল। সেই মাঠের পাশে তৈরি হওয়া একটি নতুন বাড়ির কাছে ড্রাম ভর্তি বোমা দেখতে পায় তারা। তখনই দুষ্কৃতীরা বাচ্চাদের সেখান থেকে চলে যেতে বলে। কিন্তু, প্রথমে ওই বাচ্চারা সেখান থেকে না যাওয়ায় তাদের লক্ষ্য করে দুষ্কৃতীরা পরপর দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। প্রথম বোমা না ফাটার কারণে নবালকদের লক্ষ্য করে আরও একটি বোমা ছোড়ে দুষ্কৃতীরা। ঘটনায় আহত হয় ওই ৫ জন। তাদের প্রত্যেকের পায়ে আঘাত লাগে। খবর পেয়ে তড়িঘড়ি আহত নাবালকের হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে নরেন্দ্রপুর থানার পুলিশ। তবে ততক্ষণে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে একটি ফাঁকা ড্রাম ও একটি বাইক উদ্ধার করেছে।
এই ঘটনায় এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তাদের দাবি দুষ্কৃতীরা এলাকারই। তবে ভয়ে কেউ তাদের নাম মুখে আনতে চাননি। আহত এক শিশুর বাবা বিপ্লব চৌধুরী জানান, ‘ওদের সঙ্গে বাচ্চাদের কী শত্রুতা ছিল জানিনা। ওদের প্রাণে মেরে ফেলারও হুমকি দিয়েছে ওই দুষ্কৃতীরা। ওদের নাম বলা যাবে না। নাম বললে অনেক কিছু হয়ে যাবে। আমরা চাই যে ওদের শাস্তি হোক।’ দুষ্কৃতীরা বোমা মজুত রেখেছিল বলে অভিযোগ। এদিকে ঘটনার পরে এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশের কাছে অভিযোগ জানিয়েছেন স্থানীয়রা। এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।