বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Krishnanagar Post Office: বোবা, পাগল সেজে পোস্ট অফিস থেকে ৫০ হাজার টাকা চুরি করল চোর

Krishnanagar Post Office: বোবা, পাগল সেজে পোস্ট অফিস থেকে ৫০ হাজার টাকা চুরি করল চোর

চুরির ঘটনায় কৃষ্ণনগরের কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পোস্ট অফিস খোলার পর অন্যান্য দিনের মতো সেখানে প্রচুর ভিড় ছিল। আধিকারিক থেকে গ্রাহক যে যার নিজের কাজে ব্যস্ত ছিলেন। তখনই বোবা পাগলের বেশে অফিসে ঢুকে পড়ে ওই চোর। তার হাতে শুধুমাত্র দুটো সাদা কাগজ ছিল। সে আধিকারিকদের সঙ্গে আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করে।

পোস্ট অফিস থেকে অভিনব কায়দায় চুরি। খোয়া গেল ৫০ হাজার টাকা। বোবা, পাগল সেজে পোস্ট অফিসের ভিতরে ঢুকে পড়েছিল চোর। কিন্তু, কর্মব্যস্ততার কারণে তার উপরে সেভাবে নজর যায়নি আধিকারিকদের। আচমকা পোস্ট অফিসের এক কর্মীর টেবিল থেকে ৫০ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় ওই চোর। ঘটনাটি ঘটেছে কৃষ্ণনগর প্রধান পোস্ট অফিসে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন পোস্ট অফিস কর্তৃপক্ষ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকাল সাড়ে ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। পোস্ট অফিস খোলার পর অন্যান্য দিনের মতো সেখানে প্রচুর ভিড় ছিল। আধিকারিক থেকে গ্রাহক যে যার নিজের কাজে ব্যস্ত ছিলেন। তখনই বোবা-পাগলের বেশে অফিসে ঢুকে পড়ে ওই চোর। তার হাতে শুধুমাত্র দুটো সাদা কাগজ ছিল। সে আধিকারিকদের সঙ্গে আকার ইঙ্গিতে কথা বলার চেষ্টা করে। যদিও পোস্ট অফিসের এক আধিকারিকের প্রথম থেকে তার আচরণে সন্দেহ হয়। তবে বাকিরা তাকে প্রথমে গ্রাহকই ভেবেছিলেন। তারা তাকে বাইরে দাঁড়িয়ে কথা বলতে বললেও আচমকা পিএলআই কেবিনে ঢুকে পড়ে ওই ব্যক্তি। সেখানে রাখা ছিল নগদ ৫০ হাজার টাকা। সেগুলি সুরক্ষিত জায়গায় রাখার কথা ছিল। কিন্তু তার আগে চোর টাকার বান্ডিলের উপর সাদা কাগজ ফেলে দেয়। এরপর মুহূর্তের মধ্যে সেই টাকা সরিয়ে ফেলে সেখান থেকে পালিয়ে যায় চোর। এর কিছুক্ষণ পরে টের পান পোস্ট অফিসের আধিকারিকরা। তারা দেখতে পান টেবিলে রাখা টাকা গায়েব হয়ে গিয়েছে। ঘটনায় হইচই পড়ে যায়। পোস্ট অফিস থেকে খবর দেওয়া হয় পুলিশে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছাড়ায় পোস্ট অফিসের মধ্যে।

কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। তবে তদন্তে নেমে পুলিশকে সমস্যায় পড়তে হয়। কারণ পোস্ট অফিসের মধ্যে যে সমস্ত সিসিটিভি ছিল সেগুলি অধিকাংশই ছিল খারাপ। আবার বেশ কিছু ক্যামেরা চললেও সেগুলিতে রেকর্ডিং চালু ছিল না। ফলে চোরকে শনাক্ত করতে গিয়ে পুলিশ সমস্যায় পড়ে। যদিও ঘটনায় এখনও পর্যন্ত চোরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। কৃষ্ণনগরের পুলিশ জেলার পুলিশ সুপার ইশানী পাল জানিয়েছেন, ‘এই ঘটনায় অভিযোগ জমা পড়েছে। আমরা গোটা বিষয়টি তদন্ত করে দেখছি।’ সকলের সামনে যেভাবে চুরির ঘটনা ঘটেছে তাতে পোস্ট অফিসের নিরাপত্তা নিয়ে উঠেছে প্রশ্ন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন