বৈধ কাগজপত্র না থাকায় পাঁচজন বাংলাদেশিকে গ্রেফতার করল বিএসএফ। এর মধ্যে চারজন মহিলা। সেইসঙ্গে এক ভারতীয় দালালকেও আটক করা হয়েছে। বসিরহাট মহকুমার স্বরূপনগর থানার ভারত-বাংলাদেশ হাকিমপুর সীমান্ত থেকে শনিবার ভোররাতে তাদের গ্রেফতার করেছে বিএসএফ।
ওই বাংলাদেশি নাগরিকরা সীমান্তবর্তী এলাকায় ঘোরাফেরা করছিল। তাদের দেখে সন্দেহ হয় বিএসএফের। এরপরেই বিএসএফের জওয়ানরা তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে চায় তারা কোথা থেকে এসেছে। কিন্তু তাদের কথাবার্তায় অসংগতি ধরা পড়ে। এরপর তাদের পরিচয়পত্র দেখতে চাওয়া হয়। তা দেখাতে না পারায় তাদের গ্রেফতার করেন বিএসএফের জওয়ানরা। চারজন মহিলার সঙ্গে ছিল এক শিশুও। তাদের সঙ্গে এক ভারতীয়কে আটক করেন জওয়ানরা।
ধৃতদের জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে, ওই ভারতীয় নাগরিক দালালির কাজ করত। অর্থাৎ বাংলাদেশি নাগরিকদের ভারতে নিয়ে আসার পাশাপাশি ভারতীয় নাগরিকদের বেআইনিভাবে বাংলাদেশ পৌঁছে দেওয়ার কাজ করতেন। এই তথ্য জানতে পেরে তাকেও আটক করা হয়। জানা গিয়েছে, ওই যুবক, উত্তর ২৪ পরগনা এলাকার গোবরডাঙা থানা এলাকার বাসিন্দা।