বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 6th Pay Commission DA Case Updates: রিভিউ পিটিশনের কপি দেওয়া হয়নি সকলকে, আজ হল না DA মামলার শুনানি, কবে হবে?
আজ বকেয়া মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) মামলার শুনানি হল না। আগামিকাল দুপুর দুটোয় সেই মামলার শুনানি হতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারী সংগঠনের তরফে জানানো হয়েছে, গত ২০ মে কলকাতা হাইকোর্ট ডিএ নিয়ে যে রায় দিয়েছিল, তা নিয়ে রিভিউ পিটিশন দাখিল করেছিল রাজ্য সরকার। কিন্তু সেই রিভিউ পিটিশনের প্রতিলিপি মামলাকারী সকলপক্ষকে দেওয়া হয়নি। সেজন্য শুনানি পিছিয়ে গিয়েছে।
ডিএ মামলার আপডেট:
- কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছেন, বাকি দুটি সংগঠনকে সরকার রিভিউ পিটিশনের কপি দেয়নি। তা নিয়ে 'অবজেকশন' জানায় ওই দুই সংগঠন। তার ফলে আগামিকাল দুপুর দুটোয় মামলার শুনানি হবে।
- তারইমধ্যে মঙ্গলবার দুর্গাপুজো অনুদান সংক্রান্ত মামলায় রাজ্য সরকার দাবি করেছে, রাজ্য সরকারি কর্মচারীদের কোনও ডিএ বকেয়া নেই। যদিও সেই দাবি মিথ্যা বলে দাবি করেছেন কর্মচারীরা। রাজ্য কো-অর্ডিনেশন কমিটির সম্পাদক বিজয়শংকর সিং বলেন, ‘মিথ্যা হলফনামা পেশ করেছে (রাজ্য সরকার)। নির্ভেজাল মিথ্যে ছিল, আমরা ধিক্কার জানাচ্ছি। আমরা আগেও বলেছি, এখনও বলছি, মহার্ঘ ভাতা (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) আমাদের নায্য এবং আইনি অধিকার, আমাদের হক।’
- সবমিলিয়ে এখনও পর্যন্ত রাজ্য সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের করেছে ইউনিটি ফোরাম, কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ ও সরকারি কর্মচারী পরিষদ।
- গত ২০ মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, তিন মাসের মধ্যে রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দিতে হবে। অর্থাৎ ১৯ অগস্টের মধ্যে সেই কাজটা করতে হত রাজ্য সরকারকে। কিন্তু সেই সময়সীমা শেষ হওয়ার সপ্তাহদেড়েক আগে রিভিউ পিটিশন দাখিল করেছে নবান্ন।
- মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) মামলায় কী হবে? আজ (বুধবার, ৭ সেপ্টেম্বর) সেদিকে নজর থাকবে রাজ্য সরকারি কর্মচারীদের। কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের তরফে জানানো হয়েছে, আজ কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার মামলার শুনানি হবে। সেইসঙ্গে রাজ্য সরকারের তরফে যে রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, সেই মামলাও শুনবে হাইকোর্ট।
বাংলার মুখ খবর