বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > 6th Pay Commission DA: নয়া যুক্তি নেই, পুরনো কথা বলছে মমতার সরকার, DA মামলায় দাবি রাজ্য সরকারি কর্মীদের

6th Pay Commission DA: নয়া যুক্তি নেই, পুরনো কথা বলছে মমতার সরকার, DA মামলায় দাবি রাজ্য সরকারি কর্মীদের

নয়া যুক্তি নেই, পুরনো কথা বলছে মমতার সরকার, DA মামলায় দাবি রাজ্য সরকারি কর্মীদের। (ফাইল ছবি, সৌজন্যে ফেসবুক এবং ডানদিকের ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)

6th Pay Commission DA: মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দাবিতে ২০১৬ সাল থেকে মামলা চলছে। স্যাট, কলকাতা হাইকোর্টে চলেছে মামলা। গত ২০ মে হাইকোর্টের তরফে বকেয়া ৩১ শতাংশ ডিএ মিটিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই রায়ের রিভিউ পিটিশন খারিজের আর্জি সরকারি কর্মচারীদের।

নতুন কোনও যুক্তি নেই। বরং মূল মামলার শুনানিতে রাজ্য সরকারের তরফে যে যুক্তি খাড়া হয়েছিল, তা রিভিউ পিটিশনের (পুনর্বিবেচনা মামলা) শুনানিতেও তুলে ধরা হচ্ছে। তাই রাজ্যের দায়ের করা রিভিউ পিটিশন খারিজ করা হোক। কলকাতা হাইকোর্টে এমনই সওয়াল করলেন রাজ্য সরকারি কর্মচারীদের আইনজীবীরা।

ডিএ মামলায় হাইকোর্টের রায় পুুনর্বিবেচনার জন্য রাজ্যের তরফে যে আবেদন জানানো হয়েছে, গত শুক্রবার সেই মামলার শুনানিতে সওয়াল করেন রাজ্য সরকারি কর্মচারীদের কৌঁসুলি বিকাশরঞ্জন ভট্টাচার্য এবং ফিরদৌস শামিম। তাঁরা সওয়াল করেন, রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় রিভিউ পিটিশনের শুনানিতে যে যুক্তি খাড়া করেছেন, তা মূল মামলার শুনানিতেও তুলে করেছিল রাজ্য। যে যুক্তির প্রভাব মূল মামলার রায়ে ছিল। তাই রাজ্যের রিভিউ পিটিশনের কোনও ভিত্তি নেই। হাইকোর্টের কাছে রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ার আর্জি জানান তাঁরা।

শুক্রবার সেই মামলার শুনানির পর রায়দান স্থগিত রেখেছে কলকাতা হাইকোর্টের হরিশ ট্যান্ডন এবং বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের ডিভিশন বেঞ্চ। রাজ্য সরকারি কর্মচারীদের আশা, রায় তাঁদের পক্ষেই যাবে। বিশেষত হাইকোর্ট রিভিউ পিটিশনের শুনানির শুরুতেই বলেছিল যে রায় পুনর্বিবেচনার সুযোগ অত্যন্ত সীমিত। রাজ্য সরকারও নয়া কোনও যুক্তি খাড়া করেনি।

আরও পড়ুন: 6th Pay Commission DA: 'আইনি অধিকার, DA মামলায় জয় নিশ্চিত', আশাবাদী রাজ্য সরকারি কর্মচারীরা

তারইমধ্যে সরকারি কর্মচারীদের একাংশের বক্তব্য, হাইকোর্টের রায় যদি তাঁদের পক্ষে যায় এবং তারপরও রাজ্য সরকার বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার টালবাহানা করে, তাহলে বৃহত্তর আন্দোলন করা হবে। কেউ কেউ ছত্তিশগড়ের রাজ্য সরকারি কর্মচারীদের মতো ধর্মঘটের পক্ষে সওয়াল করেছেন। আবার 'পেন ডাউন' কর্মসূচি পালনের পক্ষে সওয়াল করেছেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ।

ডিএ মামলার ইতিবৃত্ত

  • মহার্ঘ ভাতার (ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ) দাবিতে ২০১৬ সালের স্ট্রেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনালে (স্যাট) মামলা দায়ের করেছিল রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ।
  • রাজ্য সরকারের তরফে দাবি করা হয়েছিল, ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের আইনি অধিকার নয়। তাতে মান্যতা দিয়েছিল স্যাট।অর্থাৎ রাজ্যের জয় হয়েছিল।
  • সেই রায়কে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীরা। ২০১৮ সালে সেই মামলা দায়ের করা হয়েছিল।
  • স্যাটের রায় খারিজ করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি দেবাশিস করগুপ্ত এবং বিচারপতি শেখর ববি শরাফের ডিভিশন বেঞ্চ রায় দেয়, ডিএ রাজ্য সরকারি কর্মীদের আইনি অধিকার। তা রাজ্যের দয়ার দান নয়।মামলাটি স্যাটের কাছে ফেরত পাঠিয়েছিল হাইকোর্ট।
  • ২০১৯ সালে স্যাটেও ধাক্কা খেয়েছিল রাজ্য সরকার। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে ছয় মাসের মধ্যে বকেয়া ডিএ মেটানোর নির্দেশ দেয় স্যাট। 
  • যদিও স্যাটের রায়কে চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে গিয়েছিল রাজ্য সরকার। ২০২০ সালে সেই মামলায় ফের ধাক্কা খেয়েছিল মমতার সরকার। তারপর ডিভিশন বেঞ্চে গিয়েছিল। 

আরও পড়ুন: DA Review Petition Hearing: শুরু হল কাউন্টডাউন, শেষ বকেয়া ৩১% DA মামলার রিভিউ পিটিশনের শুনানি

  • ২০২২ সালের ২০ মে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, তিন মাসের মধ্যে বকেয়া ডিএ মিটিয়ে দিতে হবে। তবে সেই সময়সীমা শেষ হওয়ার কয়েকদিন আগে হাইকোর্টে রিভিউ পিটিশন দাখিল করে রাজ্য সরকার। ইউনিটি ফোরাম, কনফেডারেশন এবং সরকারি কর্মচারী পরিষদের তরফে আদালত অবমাননার মামলাও দায়ের করা হয়।

বাংলার মুখ খবর

Latest News

জ্যোতি বসু রিসার্চ সেন্টারে মমতার থাকায় ধোঁয়াশা, বিমানের কী বক্তব্য?‌ আইনের 'অ-আ-ক-খ' না জেনেও কেন্দ্রের হয়ে লড়েন কেন? PMLA মামলায় ভর্ৎসনা আদালতের ‘সরানো হয়নি ওকে, নিজেই সরে গেছিল’! সিডনি টেস্ট নিয়ে রোহিতের পাশে বোর্ড কর্তা সকাত চৌথের দিন শুক্রর গুরুর নক্ষত্রে প্রবেশ, ৩ রাশির বদলাবে সময়, আসবে নতুন সুযোগ বাংলার বাড়ি প্রকল্পের উপভোক্তাদের থেকে ‘উন্নয়ন ফি’ নেওয়ার অভিযোগ TMCর বিরুদ্ধে বাংলাদেশে নিষিদ্ধ হল কঙ্গনার ‘ইমার্জেন্সি’! মুক্তিযুদ্ধ দেখানোই কি এর কারণ Honey Benefits: মধুর ৫ উপকারিতা, এভাবে খান রোজ সকালে TMC কাউন্সিলর প্রত্যক্ষ মদতে তৈরি হয়েছিল হেলে পড়া বেআইনি বহুতল, দাবি স্থানীয়দের BGTতে ব্যর্থ হয়ে একযোগে রঞ্জিতে নামছেন পন্ত-গিলরা! যশস্বী খেলবে, বিরাট কি নামবে? আসছে সকাত চৌথ, জেনে নিন দিনক্ষণ তিথি পুজোর শুভ সময় ও চন্দ্রোদয়ের মুহূর্ত

IPL 2025 News in Bangla

ভিডিয়ো: IPL 2025 জিতবে পঞ্জাব কিংস! শ্রেয়সকে নেতৃত্বে পেয়ে কোচ পন্টিংয়ের দাবি PSL Draft 2025-এর মঞ্চে IPL-কে শুভেচ্ছা! মাইক খারাপ, চিৎকার করেই চলল ড্রাফট IPL-এ নতুন ইতিহাস গড়লেন শ্রেয়স আইয়ার! কোনও ভারতীয় ক্রিকেটার এমনটা করতে পারেননি পিছিয়ে যাচ্ছে IPL, ইডেনের ভাগ্যে কি কোপ পড়বে? প্রথম ম্যাচ ও ফাইনাল কোথায় হবে? IPLর থেকে ঢাকা প্রিমিয়র লিগ কঠিন! অদ্ভূত কারণ দেখালেন পারভেজ রসুল!শুনে হাসি পাবে MCGতে হারের পরই অবসরের সিদ্ধান্ত নেন রোহিত! তবে মত বদলানোয় অখুশি ছিলেন গম্ভীর? ‘মাথায় হাত থাকলে সুযোগের পর সুযোগ, আর না থাকলে… ’! BCCI আর গম্ভীরকে খোঁচা মনোজের অশ্বিনের পথে হেঁটে অবসরে জাদেজাও? রহস্যজনক পোস্টে বাড়ল জল্পনা! দেখে নিন সেই ছবি ২০২৫ IPLএ অধিনায়ক বিরাট? জল্পনা জিইয়ে রাখলেন ফ্লাওয়ার! বললেন,এখনও সিদ্ধান্ত হয়নি কাউন্টি খেলে ইংল্যান্ডে টেস্টের প্রস্তুতি নেবেন বিরাট? RCB না চাইলে প্রায় অসম্ভব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.