ফের মুর্শিদাবাদে গ্রেফতার বাংলাদেশি। একটা - দুটো নয়, মুর্শিদাবাদের জলঙ্গি সীমান্তে গ্রেফতার হয়েছে ৭টা বাংলাদেশি। বৃহস্পতিবার সীমান্ত পার করে বাংলাদেশে ফেরার সময় তাদের আটক করে বিএসএফ। ধৃতদের জেরা করে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, ৭ মাস আগে ভারতে অনুপ্রবেশ করে আধার ও ভোটার কার্ড বানিয়ে ফেলেছিল ধৃতরা।
বিএসএফ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে জলঙ্গি সীমান্ত দিয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল ৭ জন। তাদের দেখতে পেয়ে আটক করেন বিএসএফের ১৪৬ নম্বর সীমান্ত চৌকির জওয়ানরা। সঙ্গে আটক করা হয় ৩ ভারতীয় দালালকে। এর পর ধৃতদের জলঙ্গি থানার হাতে তুলে দেওয়া হয়। পুলিশ তাদের গ্রেফতার করেছে।
ধৃতদের জেরা করে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে পুলিশ। জানা গিয়েছে ৭ মাস আগে ভারতে অনুপ্রবেশ করেছিল তারা। এর পর আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে ফেলে অনুপ্রবেশকারীরা। তার পর তারা কাজের খোঁজে কেরলের এরনাকুলাম জেলায় গিয়েছিল তারা। সেখান থেকে ফেরার পথে বিএসএফ তাদের আটক করে।
ধৃতদের জেরা করে তারা কী ভাবে কোথা থেকে আধার ও ভোটার কার্ড বানাল তা জানার চেষ্টা চলছে। সঙ্গে কী ভাবে কোন সীমান্ত দিয়ে তারা অনুপ্রবেশ করেছিল জানার চেষ্টা চলছে তাও।
সম্প্রতি মুর্শিদাবাদ জেলা থেকে একের পর এক বাংলাদেশি গ্রেফতারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মুর্শিদাবাদেই ঘাঁটি গেড়ে বসেছিল জেএমবি জঙ্গি শাদ রাদি। মঙ্গলবারও মুর্শিদাবাদের লালগোলা থেকে ২ বাংলাদেশিকে গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা বলে জানা গিয়েছে।