কর্ণাটকের বেঙ্গালুরুতে ভয়াবহ অগ্নিকাণ্ডে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল মুর্শিদাবাদের আরও এক পরিযায়ী শ্রমিকের। এর সঙ্গে মৃতের সংখ্যা বেড়ে হল ৭ জন। রবিবার বেলা নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বহরমপুরের নগড়াজল টিকটিকিপাড়ার নুরজামাল শেখ (২২)। ফলে গত সোমবার রাতের সেই আগুনের ঘটনায় একে একে নিভে গেল সাতটি প্রাণ।
আরও পড়ুন: SIR হচ্ছে বাংলায়, পরিযায়ী শ্রমিকদের জন্য আলাদা ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন
ঘটনার সূত্রপাত গত সপ্তাহে, কর্ণাটকের রামনগর জেলার বিডাডি এলাকায় বেঙ্গালুরু-মাইসুরু এক্সপ্রেসওয়ের ধারে। একই ঘরে ওই সাত জন পরিযায়ী শ্রমিক রাতের রান্না সেরে ঘুমিয়ে পড়েছিলেন। অভিযোগ, গ্যাস ওভেন সম্পূর্ণ বন্ধ হয়নি। গভীর রাতে তাঁদের মধ্যেই এক জন বাথরুম থেকে ফিরে হাতে জ্বলন্ত বিড়ি নিয়ে ঘরে ঢুকতেই মুহূর্তে বিস্ফোরণ ঘটে। আগুন ধরে যায় ঘরের সর্বত্র। দাউদাউ করে জ্বলে ওঠে ঘর, পালাতে না পেরে গুরুতর দগ্ধ হন সকলে। পাশের ঘরে থাকা অন্যান্য শ্রমিকরা ছুটে এসে তাঁদের উদ্ধার করে স্থানীয় সরকারি ভিক্টোরিয়া হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসারত অবস্থায় শুক্রবারের মধ্যে মৃত্যু হয় জাহিদ আলি (৩৫), সাফিজুল শেখ (৩৫), মিনারুল শেখ (৩৬) এবং জিয়াবুর শেখের (৩৫)। গভীর রাতে প্রাণ হারান তাজিবুর শেখ (৩০) এবং শনিবার বিকেলে মারা যান হাসান মল্লিক (৪২)। শেষ পর্যন্ত রবিবার নুরজামাল শেখের মৃত্যুতেই নিভে গেল শেষ আলোকছটা।
মৃতেরা সকলেই ছিলেন মুর্শিদাবাদের বিভিন্ন গ্রামের বাসিন্দা। রোজগারের আশায় দক্ষিণের শহরে পাড়ি দিয়েছিলেন। পরিবারের একমাত্র রোজগেরে এই মানুষগুলির মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বহরমপুর, হরিহরপাড়া এবং আশপাশের গ্রামেগঞ্জে। তাঁদের মৃত্যুতে দিশাহীন পরিবারের সদস্যরা।