
ছাগলে খেল মাঠের ধান, মাথা ফাটল ৮ জনের
১ মিনিটে পড়ুন . Updated: 14 Dec 2021, 05:45 PM IST- নৃপতি গ্রামের বাসিন্দাদের দাবি, ছাগলের কাঁধে বন্দুক রেখে মাঠ থেকে ধান চুরি করছে পাইকুনি গ্রামের বাসিন্দারা। প্রতিবাদ করায় তাদের ওপরেই আক্রমণ হয়েছে।
নৃপতি গ্রামের বাসিন্দাদের দাবি, ছাগলের কাঁধে বন্দুক রেখে মাঠ থেকে ধান চুরি করছে পাইকুনি গ্রামের বাসিন্দারা। প্রতিবাদ করায় তাদের ওপরেই আক্রমণ হয়েছে। ওদিকে ধান চুরির অভিযোগ অস্বীকার করেছেন পাইকুনি গ্রামের বাসিন্দারা।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এলেমবাজার থানার পুলিশ। সংঘর্ষ থামিয়ে আহতদের বোলপুর মহকুমা হাসপাতালে পাঠায় তারা। ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। ফের সংঘর্ষ বাঁধার আশঙ্কায় মোতায়েন করা হয়েছে পুলিশকর্মীদের।