প্রাণ বাঁচাতে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার সময় বিএসএফের হাতে আটক হলেন ২ বৃদ্ধা। তাদের মধ্যে একজনের বয়স ৮০ ও অন্যজনের ৭২। বৃহস্পতিবার উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জে ২টি পৃথক জায়গা থেকে ২ জনকে আটক করেন বিএসএফ জওয়ানরা। তাদের কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। আদালত তাদের ১৪ দিনের জেল হেফাতজের নির্দেশ দিয়েছে। এক বৃদ্ধা জানিয়েছেন, গুলি করে মেরে ফেলুক, তবু বাংলাদেশে ফেরত যাব না।
বৃহস্পতিবার কালিয়াগঞ্জের রাধিকাপুর সীমান্ত পার করে ঢোকার সময় বিএসএফের হাতে আটক হন আদো বর্মন নামে ৮০ বছর বয়সী এক বৃদ্ধা ও তাঁর ছেলে। ওদিকে চাঁদগাঁও সীমান্ত থেকে কাঞ্চবালা নামে ৭২ নামে এক বৃদ্ধা আটক হন। ধৃতদের কালিয়াগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ। ধৃতদের রায়গঞ্জ আদালতে পেশ করলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।
ধৃত আদো বর্মন বলেন, ‘আমি ইসকন ভক্ত। ওদিকে হিন্দুদের ওপর অত্যাচার চোখে দেখা যাচ্ছে না। বাড়িঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, মারধর কিছুই বাদ রাখছে না মুসলমানরা। সাত দিনের মধ্যে বাংলাদেশকে হিন্দুশূন্য করা হবে বলে ঘোষণা করেছে ওরা। তাই প্রাণ বাঁচাতে এদেশে চলে এসেছি। আমাদের এখানে গুলি করে মারলে মারুক। কিন্তু ওদেশে আর ফেরত যাব না।’
বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ রুখতে নজরদারি কড়া করেছে বিএসএফ। গ্রেফতারি অবধারিত জেনেও অনেকে প্রাণ বাঁচাতে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছেন। যার ফলে ফের একবার সীমান্তবর্তী জেলাগুলিতে জনসংখ্যার চাপ বৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।