বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Dhulagarh road accident: উইন্ড স্ক্রিনে উড়ে এল বালতি! নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল চলন্ত গাড়ি, আহত ৯

Dhulagarh road accident: উইন্ড স্ক্রিনে উড়ে এল বালতি! নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল চলন্ত গাড়ি, আহত ৯

ধূলাগড়ে উলটে গেল গাড়ি।

ওই গাড়িটি ধূলাগড়ের রাস্তা হয়ে দীঘার দিকে যাচ্ছিল। গাড়িটির সামনেই ছিল একটি ম্যাটাডোর। ঘটনাক্রমে গাড়িটির গতি খুব বেশি ছিল না। তবে ম্যাটাডোরে থাকা প্লাস্টিকের একটি বালতি কোনওভাবে হওয়ার দাপটে ছিড়ে গিয়ে পড়ে ওই গাড়ির উইন্ড স্ক্রিনে। আচমকা বালতি উড়ে আসায় হতচকিয়ে যান চালক।

রাস্তা দিয়ে যাচ্ছিল একটি প্রাইভেট গাড়ি। ঠিক সেই সময় সামনে থাকা একটি ম্যাটাডোর থেকে গাড়ির উইন্ড স্ক্রিনে উড়ে এসে পড়ল প্লাস্টিকের একটি বালতি। আর তাতেই নিয়ন্ত্রণ হারিয়ে উলটে গেল গাড়িটি। ঠিক যেন কোনও হলিউড সিনেমার দৃশ্য। এমনই ঘটনা ঘটল হাওড়ার ১৬ নম্বর জাতীয় সড়কে ধুলাগড় ফ্লাইওভারের সামনে। আজ শনিবার দুপুর ১২ টা নাগাদ এই ঘটনা ঘটে। যদিও বড়সড়ো কোনও বিপদ ঘটেনি। তবে গাড়িতে থাকা ৯ জন যাত্রী আহত হয়েছেন। এর মধ্যে গাড়ির চালক এবং একজন মহিলা গুরুতর আহত হয়েছেন।

ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই গাড়িটি ধূলাগড়ের রাস্তা হয়ে দীঘার দিকে যাচ্ছিল। গাড়িটির সামনেই ছিল একটি ম্যাটাডোর। ঘটনাক্রমে গাড়িটির গতি খুব বেশি ছিল না। তবে ম্যাটাডোরে থাকা প্লাস্টিকের একটি বালতি কোনওভাবে হওয়ার দাপটে ছিড়ে গিয়ে পড়ে ওই গাড়ির উইন্ড স্ক্রিনে। আচমকা বালতি উড়ে আসায় হতচকিয়ে যান চালক। প্রথমে তিনি বুঝতে পারেননি বিষয়টি। তখনই সজোরে ব্রেক কষতে গিয়ে ঘটে বিপত্তি। উলটে যায় গাড়িটি খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ধূলাগড় ট্রাফিক গার্ডের পুলিশ। তারা তড়িঘড়ি গাড়ি থেকে যাত্রীদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন। পুলিশ জানিয়েছে, গাড়িটির গতি কম থাকার ফলে বড়সড় দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। যদি গতি বেশি থাকত তাহলে সেক্ষেত্রে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারত। আহতদের মধ্যে চালকের অবস্থা গুরুতর। এছাড়া, এক মহিলা যাত্রীর হাতের হাড় ভেঙে গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এই ঘটনার জেরে ওই রাস্তায় বেশ কিছুক্ষণ ধরে যান চলাচল ব্যহত হয়। পরে গাড়িটিকে ব্রেকডাউন ভ্যানের সাহায্যে টেনে রাস্তা থেকে সরানো হলে যান চলাচল পুনরায় স্বাভাবিক হয়। তবে এই ঘটনার পরে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। পুলিশ জানিয়েছে, তারা সকলেই টালিগঞ্জের বাসিন্দা। দীঘার দিকে যাচ্ছিলেন সেই সময় এই দুর্ঘটনা ঘটেছে। গাড়ির যাত্রীদের বক্তব্য, আচমকা বালতিটি উড়ে আসায় কোনও কিছু বুঝে উঠতে পারেনি চালক। এর পরে তড়িঘড়ি ব্রেক কষতে গিয়ে ঘটে বিপত্তি।

বন্ধ করুন