ফের নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানে। শিক্ষকের পর এবার গ্রেফতার হলেন পুরোহিত। ঘটনা পূর্ব বর্ধমানের গুসকরার। অভিযোগ, বাড়িতে কালীপুজো করতে এসে ১২ বছরের কিশোরীর শ্লীলতাহানি করেন পুরোহিত। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ।
নির্যাতিতা কিশোরীর পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে তাঁদের বাড়িতে কালীপুজো করেন ৬৮ বছর বয়সী ওই পুরোহিত। বৃহস্পতিবার রাতেও পুজো করেন তিনি। শুক্রবার সকালে দধিকর্মা করতে ফের নির্যাতিতার বাড়িতে আসেন তিনি। বাড়িতে এসেই ধুতি পরব বলে দোতলার একটি ঘরে চলে যান তিনি। তখন পরিবারের অন্য সদস্যরা পুজোর কাজে ব্যস্ত ছিলেন। সেই সময় বাড়ি ১২ বছরের নাবালিকাকে হাতে কেক ও ২০ টাকার নোট দিয়ে কাছে টেনে নেন তিনি। এর পর নাবালিকাকে কোলে বসিয়ে তার শরীরের বিভিন্ন জায়গা স্পর্শ করতে থাকেন। সেই সময় ওই ঘরে ঢুকে পড়ে নাবালিকার ভাই। সঙ্গে সঙ্গে নাবালিকাকে ছেড়ে দেন তিনি। এর পর পরিবারকে বিষয়টি জানায় কিশোরী। অভিযোগ দায়ের হয় গুসকরা থানায়। অভিযোগের প্রেক্ষিতে পুরোহিতকে গ্রেফতার করে পুলিশ। তাঁর বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে।
নির্যাতিতার মা জানিয়েছেন, আমার মেয়েকে কোলে বসিয়ে অশালীনভাবে স্পর্শ করছিলেন ঠাকুরমশাই। মেয়ে প্রথমে বিষয়টা বুঝতেই পারেনি। ওর হাতে একটা কেক আর একটা কুড়ি টাকার নোট দিয়ে টেনে কোলে বসিয়ে নেয়। ধুতি পরার নাম করে ওই ঘরে গিয়েছিলেন তিনি। ৬৮ বছর বয়সী একটা মানুষ কী করে এই কাজ করতে পারেন?