তিনদিন ধরে নিখোঁজ ছিল কিশোর। ঠিক তিনদিন পর দুর্গাপুরের কিশোরের পচাগলা দেহ উদ্ধার হল এলাকা থেকে। স্থানীয় পার্কের মধ্যে পড়ে থাকা দেহ থেকে দুর্গন্ধ বেরতে থাকে। সেই দুর্গন্ধের খোঁজে গিয়ে দেখা যায় কিশোরের দেহ পচাগলা অবস্থায় পড়ে আছে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। কেমন করে এমন ঘটনা ঘটল তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
ঠিক কী ঘটেছে দুর্গাপুরে? স্থানীয় সূত্রে খবর, তিনদিন আগে প্রাতঃভ্রমণে বেরিয়েছিল এই কিশোর। তারপর থেকে আর বাড়ি ফেরেনি। এই কিশোরকে হন্যে হয়ে খুঁজেও কোনও হদিশ মেলেনি। তারপর পরিবারের সদস্যরা থানায় গিয়ে নিখোঁজ ডায়েরি করেন। তখন থানার পক্ষ থেকে এই খবর চারদিকে ছড়িয়ে দেওয়া হয়। দুর্গাপুরের একটি বিনোদন পার্কের কালভার্টের নীচে হঠাৎ দুর্গন্ধ পান নিরাপত্তাকর্মীরা। তখন দুর্গাপুর থানার পুলিশ সেখানে পৌঁছয়। আর দেখেন, কিশোরের পচাগলা দেহ পড়ে আছে। তখন সেটি উদ্ধার করেন তাঁরা।
ঠিক কী অভিযোগ পরিবারের? কিশোরের এই ঘটনা নিয়ে পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, এই কিশোর বেশ কিছুদিন ধরে মোবাইল গেমে বুঁদ হয়ে থাকত। অনলাইন গেমিং অ্যাপের মাধ্যমে বিদেশি এক মহিলার সঙ্গে আলাপ হয়েছিল। ফিলিপিন্স যাওয়ার জন্য নানা ছক ও বায়না করেছিল। এমনকী তা নিয়ে বাড়িতে প্রায়ই অশান্তি হতো পরিবারের সদস্যদের সঙ্গে।
পুলিশ ঠিক কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত কিশোরের নাম অমিত সাউ (১৭)। সে দুর্গাপুরের পলাশডিহার বাসিন্দা। অমিতের দেহের ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই তা স্পষ্ট হবে কীভাবে তার মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে আসানসোল–দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি তথাগত পাণ্ডে বলেন, ‘পরিবারের বয়ান নেওয়া হয়েছে। তদন্ত শুরু হয়েছে। মৃত কিশোরের মোবাইল ফোনটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup