বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > রাতভর বিষাক্ত পরিত্যক্ত খনিতে থাকার পরেও জীবিত তরুণ! রাতের অন্ধকারে চলল উদ্ধার

রাতভর বিষাক্ত পরিত্যক্ত খনিতে থাকার পরেও জীবিত তরুণ! রাতের অন্ধকারে চলল উদ্ধার

রাতভর বিষাক্ত পরিত্যক্ত খনিতে থাকার পরেও জীবিত তরুণ! রাতের অন্ধকারে চলল উদ্ধার। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

খনিতে বিষাক্ত গ্যাস ভর্তি থাকার পরেও পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন মানসিক ভারসাম্যহীন ওই তরুণ মুহাম্মদ জাফর।

রাতভর পরিত্যক্ত খনিতে পড়ে থাকল মানসিক ভারসাম্যহীন তরুণ। রাতের অন্ধকারেই চলল উদ্ধারকার্য। অবশেষে তাকে পরিত্যক্ত খনি থেকে উদ্ধার করতে পেরেছে মাইনস রেসকিউ টিম। খনিতে বিষাক্ত গ্যাস ভর্তি থাকার পরেও পুরোপুরিভাবে সুস্থ রয়েছেন মানসিক ভারসাম্যহীন ওই তরুণ মুহাম্মদ জাফর। যা রীতিমতো অবাক করেছে রেসকিউ টিম, পুলিশ এবং দমকলকে। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় আসানসোলের জামুড়িয়ার শ্রীপুর এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যাচ্ছে, বছর ১৭-র ওই তরুণ ছোটবেলা থেকে মানসিক ভারসাম্যহীন। জাফর তিনপটিয়ার বাসিন্দা। মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে সে এদিক-ওদিক উদ্দেশ্যহীন ভাবে ঘুরে বেড়ায়। ঘটনার দিন সেই সময় কোনওভাবে ইসিএলের পরিত্যক্ত ওই খনিতে পড়ে যায় জাফর। বিষয়টি এলাকাবাসীদের নজরে আসলে তারা নিজেরাই প্রথমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু, সক্ষম না হওয়ায় তারা খবর দেন দমকল এবং পুলিশে। খবর পাওয়ার পরেই সেখানে পৌঁছে যায় দমকল এবং পুলিশ। সেইসঙ্গে পৌঁছায় মাইনস রেসকিউ টিম। তারা রাতভর জাফরকে খনি থেকে উদ্ধারের চেষ্টা চালায়। শেষমেষ ভোরবেলায় তাকে উদ্ধার করতে সক্ষম হয় মাইনস রেসকিউ টিম।

তবে তাকে উদ্ধার করতে গিয়ে যথেষ্ট বেগ পেতে হয়েছে উদ্ধারকারী দলকে। সোমবার সন্ধ্যা নাগাদ ঘটনাটি ঘটায় পর্যাপ্ত আলোর অভাবে জাফরকে দেখতে পাচ্ছিলেন না উদ্ধারকারীরা। অনেক ডাকাডাকি পর তার সাড়া মেলায় উদ্ধারের কাজে নেমে পড়েন উদ্ধারকারীরা।

স্থানীয়দের তৎপরতায় সেখানে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হয়। এরপর রাতভর চালানো হয় উদ্ধার কার্য। তবে এভাবে জীবিত অবস্থায় জাফর ফিরে আসায় অনেকেই অবাক হয়েছেন। অনেকে মনে করছেন তার পুনর্জন্ম হয়েছে। যদিও এই ঘটনার জন্য ইসিএল কর্তৃপক্ষকে দায়ী করেছে স্থানীয় বাসিন্দারা। অনেকদিন ধরে বন্ধ থাকার পরেও পরিত্যক্ত খনি কেন ঘিরে দেওয়া হয়নি তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

বাংলার মুখ খবর

Latest News

রাম নবমীর পরেই আসতে চলেছে হনুমান জয়ন্তী, জেনে নিন এই দিনের ধর্মীয় গুরুত্ব ফের চালু বাউড়িয়া-বজবজ ফেরি পরিষেবা, খুশি যাত্রীরা, বানের জলে ভেসে গিয়েছিল জেটি মেঘালয়ে CAA বিরোধী মিছিলের গণপিটুনিতে মৃত ২, প্রতিবাদে বিক্ষোভ কলকাতায় মান্ডিতে প্রচার শুরু কঙ্গনার, ‘সেবায় কোনও খামতি রাখব না’ দাবি বিজেপি প্রার্থীর লন্ডনে ‘হোপ গালা’র সঞ্চালনায় আলিয়া, যোগ দিলেন গুরিন্দর চাড্ডা এবং হর্ষদীপ কৌররা বিয়ের চর্চার মাঝে রোম্যান্সে মজে তাপসী, হাবুডুবু খাচ্ছেন প্রেমে! ফাঁস সিক্রেট সবুজে সবুজ, টলটলে পুকুর,ছবির মতো হবে কলকাতা,বেসরকারি সংস্থাকে বড় অনুরোধ পুরসভার বিয়ের পর প্রথম জন্মদিন, তবু অনুপম বলছেন নতুন বউ-এর সঙ্গে বিশেষ পরিকল্পনা নেই…! AIFF-এর অ্যাডমিন বিভাগের মহিলা কর্মীকে হেনস্থার অভিযোগ পুরুষ সহকর্মীর বিরুদ্ধে সরকারি শিক্ষকদের কপালে নাচছে শনি, কাটবে বেতন, দফতরের পদক্ষেপ সমর্থন মন্ত্রীর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.