মাকে জড়িয়ে ধরে স্কুটিতে চেপে বাড়ি ফিরছিল ৬ বছরের খুদে বালক। কিন্তু বাড়ি ফেরা হল না। কারণ ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল শ্যামনগরের ওই খুদে পড়ুয়ার। আজ, শুক্রবার এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শ্যামনগর বাসুদেবপুর থানার কেউটিয়া অশ্বত্থতলায়। স্বাভাবিকভাবেই সেখানে শোকের ছায়া নেমে এসেছে। আর স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষুব্ধ।
ঠিক কী ঘটেছে শ্যামনগরে? স্থানীয় সূত্রে খবর, আজ শুক্রবার মায়ের স্কুটি চেপে ফিরছিল ৬ বছরের আরোহী দাস। কিন্তু বাড়ির কাছাকাছি আসার পর স্কুটি থেকে পড়ে যায় খুদে আরোহী। তখনই উল্টোদিক থেকে আসা একটি ট্রাক পিষে দেয় খুদেকে। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির। এই বেলাগাম গতির গাড়িতে শিশুটি বলি হওয়ায় এলাকার মানুষজন ক্ষেপে গিয়েছেন।
তারপর সেখানে ঠিক কী ঘটল? এই ঘটনার পর ওই খুদে শিশুকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যদিও চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেছেন। এই ঘটনায় স্তানীয়রা বিক্ষোভ দেখালে ঘটনাস্থলে আসে বাসুদেবপুর থানার পুলিশ। শিশুটির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই দুর্ঘটনার পরই ওই ঘাতক ট্রাকের চালক পালিয়ে গিয়েছে। তবে পুলিশ ট্রাকের খালাসিকে গ্রেফতার করতে পেরেছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, পলাতক চালকের খোঁজ চলছে। খালাসিকে থানায় নিয়ে গিয়ে জেরা করা হচ্ছে। ঘাতক ট্রাকটিকেও আটক করা হয়েছে। মায়ের সঙ্গে স্কুটিতে করে বাড়ি ফেরার সময় টাল সামলাতে না পেরে খুদে বালকটি পড়ে যায়। তখন ট্রাকটি তাকে পিষে দেয়। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন শিশুর পরিবারের সদস্যরা।