বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার, একই দড়িতে আত্মঘাতী প্রেমিক যুগল

প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার, একই দড়িতে আত্মঘাতী প্রেমিক যুগল

দক্ষিণ দিনাজপুরে গলায় দড়ি দিয়ে আত্মঘাতী প্রেমিকযুগল। প্রতীকী ছবি।

বাড়ি থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত একটি চা বাগানের ভিতরে একটি গাছের সঙ্গে গলায় দড়ি বেঁধে দুজনে আত্মঘাতী হয়েছে।

সদ্য প্রেমের সম্পর্কে জড়িয়েছিল নাবালক এবং নাবালিকা। কিন্তু, তাদের সেই সম্পর্ককে মেনে নেয়নি পরিবার। আবার একে অপরকে ছেড়ে বেঁচে থাকতেও চাইনি প্রেমিক যুগল। অবশেষে একই দড়িতে আত্মঘাতী হল কিশোর কিশোরী। ঘটনাটি উত্তর দিনাজপুরের চোপড়া এলাকার। সেখানকার একটি চা বাগানের গাছে তাদের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। উল্লেখ্য, ঠিক একইভাবে কিছুদিন আগেই এক প্রেমিকযুগল চা বাগানে একটি গাছে আত্মঘাতী হয়েছিল দক্ষিণ দিনাজপুরে। এবার ঘটল উত্তর দিনাজপুরে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বাড়ি থেকে বিয়েতে রাজি না হওয়ায় তারা দুজনে একসঙ্গে আত্মঘাতী হয়েছে। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত একটি চা বাগানের ভিতরে একটি গাছের সঙ্গে গলায় দড়ি বেঁধে দুজনে আত্মঘাতী হয়েছে। দুজনেই চোপড়ার হফতিয়াগছ গ্রাম পঞ্চায়েতের জিরো পানি গ্রামের বাসিন্দা। তারা একে অপরের প্রতিবেশী। ছোট থেকেই তারা একসঙ্গে বড় হয়ে উঠেছিল। ছোটবেলাকার সেই বন্ধুত্ব পরিণত হয় ভালবাসায়। আর সেই ভালবাসা থেকেই একে অপরকে বিয়ে করতে চেয়েছিল ওই যুগল।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত ছ-সাত মাস ধরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে উঠেছে। নতুন সম্পর্ক তৈরি হওয়ার পরেই তারা একে অপরকে ছেড়ে থাকতে পারেনি। খবর পেয়ে যায় দুই পরিবারের লোকেরা। এদিকে বিয়েতে পরিবার বাধা হয়ে দাঁড়ানোই একে অপরকে ছেড়ে থাকতে না পারায় তারা আত্মহত্যার সিদ্ধান্ত নেয় বলে জানা গিয়েছে। এলাকারই এক বাসিন্দা প্রথমে তাদের দেহ ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নতদন্তের জন্য পাঠিয়েছে। পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা করেছে। পাশাপাশি ঘটনায় রহস্য রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে চোপড়া থানা পুলিশ।

বন্ধ করুন