বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রেমের সম্পর্ক মেনে নেয়নি পরিবার, ওড়নার ফাঁস দিয়ে আত্মঘাতী প্রেমিক যুগল

দু'বছর ধরে প্রেমের সম্পর্ক। সেই সম্পর্ক কোনওভাবেই মেনে নেয়নি দুই পরিবারের সদস্যরা। কিন্তু, গভীর প্রেমের টানে একে অপরকে ছেড়েও থাকতে পারেনি প্রেমিক যুগল। তাই শেষ পর্যন্ত আত্মহত্যার পথ বেছে নিল প্রেমিক এবং প্রেমিকা। মৃত প্রেমিকের নাম প্রকাশ সরকার (২১) ও মৃতা প্রেমিকার নাম প্রিয়া কর্মকার (১৬)। বৃহস্পতিবার একটি ফাঁকা মাঠের একটি গাছ থেকে মুখোমুখি অবস্থায় দুজনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় দক্ষিণ দিনাজপুর তপন থানার রামপাড়া চেচড়া মান্দাপাড়া এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুজনেই বংশীহাড়ি থানার ধূমশাদীঘি ও চকসাদুল্লা এলাকার বাসিন্দা। তাদের প্রেমের সম্পর্ক রয়েছে প্রায় দু'বছর ধরে। ওই কিশোরী বংশীহারী উচ্চ বিদ্যালয়ের মাধ্যমিক পরীক্ষার্থী। এবছর মাধ্যমিক পরীক্ষা দিয়েছে ওই কিশোরী। অন্যদিকে, একটি মুদিখানার দোকানে শ্রমিকের কাজ করেন ওই যুবক। ফলে এরকম পাত্রের সঙ্গে মেয়ের বিয়ে দিতে চায়নি পরিবার। বিষয়টি জানাজানি হতেই ওই যুবককে মেয়ের বাড়ির পক্ষ থেকে হুঁশিয়ারিও করা হয়। এরই মাঝে বুধবার বিকেলে জিনিস কেনার নাম বাড়ি থেকে বের হয়ে ওই যুবকের সঙ্গে পালিয়ে যায় কিশোরী।

পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পরেও তাদের সন্ধান না পাওয়ায় থানায় নিখোঁজ ডায়েরি করেন। অবশেষে আজ সকালে ওই গ্রামের ফাঁকা মাঠের গাছে দু'জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। গলায় ওড়নার ফাঁস লাগিয়ে দুজনেই আত্মঘাতী হয়েছে। দু’জনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। মৃতদেহ ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতাল পাঠানো হয়েছে।

বন্ধ করুন