ছট পুজোর প্রথম দিনে যখন নদীমুখি জনতা তখনই ভেসে উঠল কুমির। রবিবার ফরাক্কা ব্যারাজে দেখা যায় একটি বিশাল কুমির। যা দেখে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যে। মৎস্যজীবীরাও আতঙ্কিত। খবর গিয়েছে বনদফতরে।
রবিবার সকাল ৯টা নাগাদ ফরাক্কা ব্যারাজের ইটভাটা ঘাটের কাথে কুমিরটি প্রথম দেখা যায়। এর পর দেখা যায় ফরাক্কা ব্যারাজের ১২ নম্বর লকগেটের সামনে। তখন কিছু দূরে মাছ ধরছিলেন কয়েজন জেলে। তাদের জালে আটকে যায় কুমিরটি। জাল ছিঁড়ে বেরিয়েও পড়ে সে। এর পর খবর যায় বন দফতরে।
রবিবার সন্ধ্যায় ছিল ছটের প্রথম দিনের পুজো। তার আগে গঙ্গায় কুমির বেরনোর খবরে আতঙ্ক ছড়ায় ফরাক্কা ও সংলগ্ন এলাকায়। কুমিরটিকে দেখতে ঘটনাস্থলে যান ফরাক্কার বন দফতরের বিট অফিসার প্রভাস কুমার মণ্ডল।
তিনি জানিয়েছেন, কুমির দেখা গিয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন। একটা ভিডিয়ো দেখেছি। স্থানীয়দের সতর্ক থাকতে বলা হয়েছে। সঙ্গে কুমিরটির গতিবিধি জানতে নজরদারি শুরু হয়েছে।
কুমির বেরনোর খবরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়রা জানাচ্ছেন বহু বছর এই এলাকায় কুমির দেখা যায়নি। ছটের দিন কুমির বেরনোয় দুর্ঘটনার আশঙ্কা থাকছে।