আরজি কর কাণ্ডের জেরে কর্মবিরতিতে থাকা জুনিয়র চিকিৎসকদের এবার দেশদ্রোহী বলে আক্রমণ করলেন এক তৃণমূল নেতা। আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃত্যুতে দোষীদের শাস্তির দাবিতে তৃণমূলের এক সভা থেকে এই মন্তব্য করেন বাদুড়িয়া পঞ্চায়েত সমিতির সদস্য তথা তৃণমূল নেতা চন্দন মুখোপাধ্যায়।
আরও পড়ুন - ‘পুলিশ সঙ্গে না থাকলে এদের চামড়া তুলে ডুগডুগি বাজাতে ১ মিনিট লাগবে না’
পড়তে থাকুন - আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে
চন্দনবাবু বলেন, ‘আপনি স্বপ্ন দেখছেন, একটা নির্বাচিত সরকারকে ফেলে দেবেন, ২১৫টা বিধায়ক, ২৯টা সাংসদ, চার মাস আগে নির্বাচনে ৫১ শতাংশ ভোট পেয়েছে। ভাবছেন এই সরকারটাকে ফেলে দিয়ে কেউ মুখ্যমন্ত্রী হবেন, কেউ অর্থমন্ত্রী হবেন, এটা হয় না এখানে। আপনাকে ভোটে জিতেই আসতে হবে।’
এর পর চিকিৎসকদের আক্রমণ করতে শুরু করেন তিনি। বলেন, ‘সুপ্রিম কোর্ট সংবিধানের রক্ষক, আপনি তাকে অবমাননা করছেন মানে দেশের সার্বভৌমত্বকে অবমাননা করছেন। সুপ্রিম কোর্টের অবমাননা করছেন মানে সংবিধানের বিরোধিতা করছেন। সুপ্রিম কোর্টের বিরোধিতা করছেন মানে আপনি দেশদ্রোহী। আপনি দেশদ্রোহী ডাক্তার। ডাক্তার তুমি দেশদ্রোহী।'
তৃণমূল নেতার কথায়,' আমরা এই ডাক্তারদের দেখতে চাই না। ডাক্তারদের আন্দোলনের প্রতি আমাদের পূর্ণ সহযোগিতা আছে। কিন্তু যে ডাক্তারদের কারণে মায়ের কোল খালি হয়ে যাচ্ছে, স্বামী - স্ত্রীকে হারাচ্ছে, স্ত্রী - স্বামীকে হারাচ্ছে আমরা সেই ডাক্তার চাই না।’
আরও পড়ুন - কারচুপি করতে কি ১৪ বছর লাগে? মাদ্রাসা সার্ভিস কমিশনকে তিরস্কার কলকাতা হাইকোর্টের
বলে রাখি, গত সোমবার আরজি কর মেডিক্যালে তরুণী চিকিৎসকের মৃত্যু সংক্রান্ত মামলায় সুপ্রিম কোর্ট জানায়, মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে নিলে তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না রাজ্য। কিন্তু তার পরও কর্মবিরতি চললে রাজ্যের আইনানুগ ব্যবস্থা গ্রহণের অধিকার রয়েছে। এর পর মঙ্গলবার করুণাময়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেন আন্দোলনকারীরা। মঙ্গলবার দুপুর থেকে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেছেন তাঁরা।