বাংলায় ফের আক্রান্ত পুলিশ। বৃদ্ধ বাবা-মা’কে ছেলের অত্যাচারের হাত থেকে রক্ষা করতে গিয়ে এক পুলিশ অফিসার আক্রান্ত হয়েছেন। ধারাল দা নিয়ে পুলিশ কর্মী অফিসারের বুকে আঘাত করে বৃদ্ধ দম্পতির অভিযুক্ত ছেলে। তবে পকেটে স্মার্টফোন থাকায় সেই আঘাত থেকে প্রাণে রক্ষা পেলেন পুলিশ অফিসার। ঘটনায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। পাশাপাশি অভিযুক্তকেও গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে বারাসতের নওয়াপাড়া সংলগ্ন আমতলা এলাকায়।
আরও পড়ুন: পিছু নিতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে পরপর বোমা ছুড়ল দুষ্কৃতীরা, ত্রিবেণীতে ধৃত ২
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত ব্যক্তির নাম দীপায়ন সরকার। তার বিরুদ্ধে অত্যাচারের অভিযোগ জানিয়ে থানার দারস্থ হয়েছিলেন বৃদ্ধ বাবা মা। তাদের কাছ থেকে ফোন পেয়ে বারাসত থানা থেকে পুলিশের একটি দল পৌঁছয় বাড়িতে। সেই দলে ছিলেন থানার অফিসার দুধ কুমার মণ্ডল। পুলিশ সেখানে গেলেই কার্যত হাতে দা নিয়ে আক্রমণাত্মক মনোভাব দেখায় দীপায়ন সরকার। তখন বারাসত থানার কর্তব্যরত অফিসার দুধকুমার মণ্ডল দীপায়নের সঙ্গে কথা বলতে গেলেই সে পুলিশ অফিসারের ওপর চড়াও হয়।
প্রথমে দা দিয়ে পুলিশ অফিসারের মাথায় আঘাত করে দীপায়ন সরকার। এরপর দা দিয়ে আরেকটি কোপ মারে পুলিশ অফিসারের বুকে। তবে সেই সময় উর্দিধারী পুলিশ অফিসারের পকেটে মোবাইল ছিল। তার ফলে আঘাত গিয়ে লাগে পুলিশ অফিসারের মোবাইলে। তাতে এ যাত্রায় বেঁচে যান পুলিশ অফিসার। তবে তাঁর মাথায় আঘাত এতটাই বেশি ছিল যে ঘটনাস্থলে রক্তাক্ত হয়ে পড়েন তিনি। ঘটনায় পুলিশ অফিসারকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বারাসত হাসপাতালে তাঁর অবস্থার অবনতি হওয়ায় বারাসাতেরই একটি বেসরকারি নার্সিংহোমে ওই অফিসারকে স্থানান্তরিত করা হয়। এই ঘটনায় ইতিমধ্যেই দীপায়ন সরকারকে গ্রেফতার করেছে বারাসত থানার পুলিশ। তার বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করেছে পুলিশ।
অভিযুক্তের এমনকাণ্ডে হতবাক হয়ে যান অন্যান্য পুলিশ কর্মীরা। তড়িঘড়ি তারা এগিয়ে এসে দীপায়নকে ধরে ফেলেন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। আপাতত ওই নার্সিংহোমে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন পুলিশ অফিসার। পুরো বিষয়টির তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্তের আচার-আচরণ সম্পর্কে জানতে তার বাবা মায়ের পাশাপাশি প্রতিবেশীদের সঙ্গে কথা বলা হচ্ছে। আচমকা কেন সে পুলিশের উপর হামলা চালাল তা খতিয়ে দেখা হচ্ছে।