বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌‌বাবা মাকে মেরে ফেলেছে’, মালদহে স্ত্রীকে খুনের ঘটনা ফাঁস করল শিশুকন্যা‌

‘‌‌বাবা মাকে মেরে ফেলেছে’, মালদহে স্ত্রীকে খুনের ঘটনা ফাঁস করল শিশুকন্যা‌

স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী।

এই খুন করে পলাতক স্বামী। স্বামী–স্ত্রীর ঝগড়া থেকেই এই খুন হয়েছে বলে জানা গিয়েছে।

স্ত্রীকে কুপিয়ে খুন করল স্বামী। এমনই অভিযোগে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল মালদহের চাঁচলে। আজ, শনিবার এই ঘটনা ঘটেছে মালদহের চাঁচল থানার অন্তর্গত সামসির কাণ্ডারণ এলাকায়। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্ত করতে পাঠিয়েছে। এই খুন করে পলাতক স্বামী। স্বামী–স্ত্রীর ঝগড়া থেকেই এই খুন হয়েছে বলে জানা গিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, এদিন সকালে বাড়ির মেঝেতে পড়ে ছিল গৃহবধূর রক্তাক্ত মৃতদেহ। ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কোপানো হয়েছে। শনিবার এই দৃশ্য দেখে শিউরে ওঠেন গ্রামবাসীরা। তবে এমন কি ঘটল যে খুন করতে হল?‌ তা বোঝা যাচ্ছে না। এই দম্পতির একটি ছোট্ট মেয়ে আছে। এই ঘটনা দেখে সে কেঁদে কেঁদে বেড়াচ্ছে।

পুলিশ সূত্রে খবর, মৃত এই গৃহবধূর নাম শুকতারা বিবি (৪০)। তাঁকে কুপিয়ে খুন করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান। তবে দেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। এই খুন করার অভিযোগ উঠেছে তাঁর স্বামী সিরাজুল হকের বিরুদ্ধে। ঘটনার পর থেকেই পলাতক সিরাজুল। তাকে খোঁজা হচ্ছে। দ্রুত সিরাজুলকে গ্রেফতার করা হবে।

কী করে প্রকাশ্যে এল স্ত্রীকে খুন করেছে স্বামী?‌ স্থানীয় বাসিন্দা সাদেক আলি পুলিশকে জানিয়েছেন, ‘সকালে ওদের ছোট মেয়ে এসে আমাকে বলে, বাবা মাকে কেটে ফেলেছে। আমরা ছুটে এসে দেখি এই কাণ্ড! সিরাজুল এবং শুকতারার মধ্যে অশান্তি লেগে থাকত।’ শিশুকন্যার বয়ান রেকর্ড করেছে পুলিশ। এই শিশুটিও পুলিশকে জানায়, ‘‌বাবা মাকে মেরে ফেলেছে।’‌

বন্ধ করুন