বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Street Dogs Murder: চার পথ–কুকুরকে খুন কুলতলিতে, মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

Street Dogs Murder: চার পথ–কুকুরকে খুন কুলতলিতে, মূল অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ

পথকুকুরদের খুনের ঘটনা প্রকাশ্যে এল।

এই ভবসিন্ধু এলাকাবাসীর সঙ্গেও নানা সময় খারাপ ব্যবহার করে থাকেন। এখানে ছেলেরা খেললে গায়ে জল ঢেলে দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু পথ কুকুরদের খুন করার ঘটনায় কুলতলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তার ভিত্তিতেই ভবসিন্ধু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। আর নিহত কুকুরগুলির কয়েকটি ছানাও ছিল।

আবার পথ কুকুরের উপর নৃশংস অত্যাচার করে খুনের ঘটনা প্রকাশ্যে এল। এই ঘটনায় রীতিমতো আলোড়ন পড়ে গিয়েছে। তবে স্রেফ আশঙ্কায় এই ঘটনা ঘটিয়ে দেওয়ায় অঞ্চলের মানুষের ক্ষোভ তৈরি হয়েছে। এখানে একাধিক ধানজমি রয়েছে। সেখানের বীজতলা নষ্ট করবে এই পথ কুকুররা। এই আশঙ্কায় চারটি কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ। যদিও মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল দক্ষিণ ২৪ পরগনার কুলতলি।

ঠিক কী ঘটেছে কুলতলিতে?‌ স্থানীয় সূত্রে খবর, আজ, সোমবার সকালে একসঙ্গে চারটি কুকুরের দেহ দেখতে পাও্যা যায়। কিন্তু নিস্তেজ হয়ে পড়ে আছে দেখে সন্দেহ হয় গ্রামবাসীদের। তখন অন্যান্যদের ডাকা হয়। সবাই এসে দেখেন কুকুরগুলিকে খুন করা হয়েছে। কে এই কাজ করল, তা নিয়ে প্রথমে সন্দেহ হয়। পরে তাঁরা বুঝতে পারে এই কাজ এলাকারই বাসিন্দা ভবসিন্ধু মণ্ডল। কুলতলির ২ নম্বর জালাবেড়িয়া পঞ্চায়েতের সিকিরহাট পশ্চিম গাবতলা গ্রামে আলোড়ন ছড়িয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই ব্যক্তির কঠোর শাস্তি দাবি করেছেন গ্রামবাসীরা।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, গ্রামবাসীদের অভিযোগের ভিত্তিতে এলাকায় গিয়ে ভবসিন্ধু মণ্ডলকে গ্রেফতার করা হয়। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই অসংলগ্নতা ধরা পড়ে যায়। পশ্চিম গাবতলা গ্রামের বাসিন্দা ভবসিন্দুর চাষের জমি রয়েছে। এই ক্ষেতে ধানের বীজতলা ফেলেছিল ভবসিন্ধু। এই জমির কাছেই ঘোরাফেরা করছিল পথকুকুররা। তখন তিনি আশঙ্কা করেন, বীজতলা নষ্ট করতে পারে ওই কুকুররা। তাই জমির পাশে বিদ্যুতের তারের বেড়া দিয়েছিলেন ভবসিন্ধু। তাতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ওই কুকুরগুলি প্রাণ হারিয়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই ভবসিন্ধু এলাকাবাসীর সঙ্গেও নানা সময় খারাপ ব্যবহার করে থাকেন। এখানে ছেলেরা খেললে গায়ে জল ঢেলে দেওয়ার অভিযোগ রয়েছে। কিন্তু পথ কুকুরদের খুন করার ঘটনায় কুলতলি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন স্থানীয়রা। তার ভিত্তিতেই ভবসিন্ধু মণ্ডলকে গ্রেফতার করে পুলিশ। আর নিহত কুকুরগুলির কয়েকটি ছানাও ছিল। তাদের লালন পালন করছেন স্থানীয়রা।

বন্ধ করুন