আজ, কালীপুজো। গোটা রাজ্য মেতে উঠেছে শ্যামা পুজোর উৎসবে। আলোর উৎসবে দীপাবলিতে উৎসব মুখর বাংলা। তবে ঠিক তার প্রাক্কালে বিধ্বংসী অগ্নিকাণ্ড শোকের ছায়া নামিয়ে আনল। আবাসনে আগুন লাগায় হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। এই আগুনের জেরে নিজের ফ্ল্যাটেই জীবন্ত পুড়ে মারা গেলেন এক বৃদ্ধা। এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।।
ঠিক কী ঘটেছে ভদ্রেশ্বরে? স্থানীয় সূত্রে খবর, রবিবার রাতে হুগলির ভদ্রেশ্বরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে শোভনা চক্রবর্তী (৮০)। এই বৃদ্ধা ভদ্রেশ্বর স্টেশন রোডের একটি আবাসনে থাকতেন। আবাসনের তিনতলায় তিনি একাই থাকতেন। রবিবার রাতে হঠাৎই আবাসনের বাসিন্দারা লক্ষ্য করেন, তিনতলার একটি ফ্ল্যাট থেকে ধোঁয়া বেরোচ্ছে। আগুন লেগেছে বুঝেই ছুটে যান সকলে। আর বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে দেখে দমকলে খবর দেওয়া হয়।
তারপর সেখানে ঠিক কী ঘটল? আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দীর্ঘক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন দমকল কর্মীরা। তাঁরাই ওই ফ্ল্যাট থেকে বৃদ্ধাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। আর তাঁকে চন্দননগর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। বৃদ্ধার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
কেমন করে আগুন লাগল? এখানে আগুন লাগার ঘটনা খতিয়ে দেখছে দমকল। তবে উপযুক্ত কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে যান চাঁপদানি পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের উৎপল মণ্ডল। কীভাবে ওই বৃদ্ধার ফ্ল্যাটে আগুন লাগল তা এখনও পর্যন্ত জানা যায়নি। তবে পুলিশের অনুমান, ভূত চতুর্দশীর রাতে বৃদ্ধা বাড়িতে প্রদীপ জ্বালিয়ে ছিলেন। আর সেই প্রদীপ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও প্রদীপের আগুন, নাকি শর্ট–সার্কিট থেকে আগুন লেগেছে তা ফরেনসিক পরীক্ষার আগে বলা সম্ভব নয়।