ফের রাজ্যে গণধর্ষণের শিকার নাবালিকা। বুধবার রাতে উলুবেড়িয়া স্টেশন সংলগ্ন রেল লাইনের পাশে এক নাবালিকাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তার পর ছিনিয়ে নেওয়া হয় তার মোবাইল ফোন। অভিযোগের ভিত্তিতে ১ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
একের পর এক নাবালিকা ধর্ষণের ঘটনায় রাজ্যের নারী ও শিশু সুরক্ষা নিয়ে বহুদিন ধরেই সরব বিরোধীরা। তার মধ্যে হাওড়ায় উলুবেড়িয়ায় উঠল নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ। নির্যাতিতা জানিয়েছে, বুধবার রাতে জামাইবাবুর সঙ্গে দেখা করতে উলুবেড়িয়া স্টেশনে গিয়েছিল সে। রাত ৯টা নাগাদ রেল লাইন ধরে বাড়ি ফেরার সময় ফাঁকা জায়গায় তাকে রেল লাইন থেকে টেনে পাশে জঙ্গলে নিয়ে যায় জনা কয়েক মত্ত যুবক। এর পর দফায় দফায় তাকে গণধর্ষণ করে ওই মত্ত যুবকরা। ৫ – ৬ জন মিলে তাকে গণধর্ষণ করে বলে অভিযোগ। নাবালিকা নিস্তেজ হয়ে পড়লে তাকে ফেলে পালায় অভিযুক্তরা। সঙ্গে নিয়ে যায় নাবালিকার মোবাইল ফোনটি।
বেশ কিছুক্ষণ পর কিছুটা সুস্থ হলে নাবালিকা হেঁটে বাড়ি গিয়ে সব কথা জানায়। এর পর রাতেই তাঁকে উলুবেড়িয়া মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। অভিযোগ দায়ের হয় থানায়। অভিযোগের ভিত্তিতে রাতেই এক যুবককে গ্রেফতার করে পুলিশ। নির্যাতিতা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
বৃহস্পতিবার ঘটনাস্থল ঘুরে দেখেন হাওড়া গ্রামীণের পুলিশ সুপারসহ অন্যান্য আধিকারিকরা। ঘটনায় ধৃতকে জেরা করে বাকিদের খোঁজ চালাচ্ছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে জামাই বাবুর কোনও যোগ রয়েছে কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে।