পরীক্ষাকেন্দ্রের ভিতর নার্সিং প্রবেশিকা পরীক্ষার্থীদের গোপনাঙ্গ থেকে উদ্ধার হল মোবাইল ফোন। রবিবার এই ঘটনায় শোরগোল পড়ে যায় বীরভূমের সিউড়ির বেণীমাধব ইন্সটিটিউশনে। মোবাইল ফোনের সন্ধান মেলে জুতোর সোল থেকেও। অভিযুক্ত ছাত্রীদের পরীক্ষা বাতিলের সুপারিশ করেছেন পরীক্ষা আয়োজনের দায়িত্বে থাকা ব্যক্তিরা।
রবিবার ANM ও GNM নার্সিংয়ের প্রবেশিকা পরীক্ষা ছিল। সিউড়ির বেণীমাধব স্কুলের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিচ্ছিলেন মালদার কিছু ছাত্রী। পরীক্ষাকেন্দ্রের বাইরে স্পষ্ট নির্দেশিকা ছিল মোবাইল ফোন নিয়ে ঢোকা যাবে না। পরীক্ষাকেন্দ্রে ঢোকার সময় প্রতিটি পরীক্ষার্থীর শরীর পরীক্ষা করে দেখেন মহিলা নিরাপত্তারক্ষীরা। কিন্তু পরীক্ষা শুরু হতেই হলের ভিতরে কয়েকজনের হাব ভাব দেখে সন্দেহ হয় গার্ড দেওয়ার দায়িত্বে থাকা ব্যক্তিদের। এর পর সেই পরীক্ষার্থীদের অন্য একটি হলে নিয়ে গিয়ে পরীক্ষা করা হয়।
মেটাল ডিটেকটর দিয়ে দেহ তল্লাশি করতেই শরীরের বিভিন্ন জায়গা থেকে বেরোতে শুরু করে মোবাইল ফোন। দেখা যায় কেউ জুতোর সোল কেটে তার মধ্যে মোবাইল ফোন ভরে এনেছিলেন। কারও আবার মোবাইল ফোন উদ্ধার হয়েছে গোপনাঙ্গের ভিতর থেকে।
এই ঘটনায় পরীক্ষাকেন্দ্রে চাঞ্চল্য ছড়ায়। যোনির ভিতরে সোনা বা মূল্যবান রত্ন পাচারের ঘটনা নতুন নয়। তাই বলে গোপনাঙ্গের ভিতরে মোবাইল ফোন!
পরীক্ষাকেন্দ্রের নিয়ামকের তরফে জানানো হয়েছে, যাদের কাছ থেকে মোবাইল ফোন উদ্ধার হয়েছে কাউন্সিলের কাছে প্রমাণ সহ তাদের পরীক্ষা বাতিলের সুপারিশ করা হয়েছে। শুধুমাত্র মালদা থেকে আসা পরীক্ষার্থীদের কাছ থেকেই মোবাইল ফোন উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।