বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Monkey At Purulia: হনুমানের তাণ্ডবে গৃহবন্দি পুরুলিয়ার বাসিন্দারা, ধরতে ব্যর্থ বন দফতর

Monkey At Purulia: হনুমানের তাণ্ডবে গৃহবন্দি পুরুলিয়ার বাসিন্দারা, ধরতে ব্যর্থ বন দফতর

হনুমান ধরার জন্য পাতা হয়েছে খাঁচা। নিজস্ব ছবি।

এই হনুমানের আক্রমণের মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন গ্রামের এক বাসিন্দা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করা হয়েছে। সরাসরি মানুষকে আক্রমণ করছে এই হনুমান। তাতেই আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। কিছুতেই হনুমান আতঙ্ক পিছু ছাড়ছে না। তাতে বাড়ি থেকে বেরনোই বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা।

একটা হনুমানের তাণ্ডবে তোলপাড় হয়ে গিয়েছে পুরুলিয়ার গোটা গ্রাম। কারণ গ্রামের সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে হনুমান। একের পর এক গ্রামের বাড়ির ছাদে, গাছের ডালে, রাস্তাঘাটে সেই হনুমান তাণ্ডব করে বেড়াচ্ছে। তার জেরে স্বেচ্ছায় গৃহবন্দি হযে রয়েছেন পুরুলিয়ার বাসিন্দারা। কারণ বাড়ি থেকে বেরোলেই সামনে পড়তে হচ্ছে। এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়াল পুরুলিয়ার গ্রামে। বন দফতরকে খবর দেওয়া হলেও একটা হনুমানকে ধরতে তাঁরা ব্যর্থ হন বলে খবর।

ঠিক কী ঘটেছে পুরুলিয়ায়?‌ স্থানীয় সূত্রে খবর, পুরুলিয়ার ২ নম্বর ব্লকের দুমদুমি গ্রামে এই ঘটনা ঘটেছে। গত সাতদিন ধরে ওই এলাকায় কার্যত তাণ্ডব চালিয়ে যাচ্ছে এই হনুমান। তাতেই আতঙ্কিত হয়ে গৃহবন্দি হয়েছেন গ্রামের মানুষজন। হনুমানের উপদ্রবে এখন সিঁটিয়ে আছেন গ্রামবাসীরা। বন দফতরের সঙ্গে যোগাযোগ করেছেন বাসিন্দারা। কিন্তু বন দফতরের কর্মীরা এসেও ওই হনুমানকে ধরতে পারেননি। তাতে আরও আতঙ্ক বেড়েছে।

আর কী জানা যাচ্ছে?‌ এই হনুমানের আক্রমণের মুখে পড়ে গুরুতর আহত হয়েছেন গ্রামের এক বাসিন্দা। বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে তাঁকে ভর্তি করা হয়েছে। সরাসরি মানুষকে আক্রমণ করছে এই হনুমান। তাতেই আতঙ্ক আরও বেড়ে গিয়েছে। কিছুতেই হনুমান আতঙ্ক পিছু ছাড়ছে না। তাতে বাড়ি থেকে বেরনোই বন্ধ করে দিয়েছেন গ্রামবাসীরা।

ঠিক কী বলছে বন দফতর?‌ এই হনুমানের তাণ্ডব নিয়ে যোগাযোগ করা হলে বন দফতরের পাড়া রেঞ্জের রেঞ্জার বিক্রম চক্রবর্তী বলেন, ‘‌হনুমানকে ধরে আনতে সবরকমের চেষ্টা চালানো হয়েছিল। তার গতিবিধির উপরও লাগাতার নজর রাখা হচ্ছে। এখনও পর্যন্ত হনুমানকে কাবু করা না গেলেও, আগামী দিনে আরও তৎপরতার সঙ্গে হনুমানকে ধরার চেষ্টা চলবে।’‌

বন্ধ করুন