শীতলকুচি–হেমতাবাদ–হাঁসখালি। শুক্রবার পর পর তিনটি জায়গায় শিহরণ জাগানো হামলার ঘটনা ঘটেছে। এবার সেই তালিকায় যুক্ত হল মুর্শিদাবাদের রানিনগর। আজ, শুক্রবার পাটের জমিতে বীজ লাগাতে যান এক ব্যক্তি। আর সেখানেই প্রতিবেশী আর এক ব্যক্তি হামলা করে বলে অভিযোগ। হাঁসুয়ার এক কোপে কাটা পড়ল ওই ব্যক্তির হাত! আজ, শুক্রবার এই ঘটনা ঘিরে আলোড়ন পড়ে যায় মুর্শিদাবাদের রানিনগর পূর্বপাড়া গ্রামে।
ঠিক কী ঘটেছে রানিনগরে? স্থানীয় সূত্রে খবর, হাত কাটা পড়া ওই ব্যক্তির নাম মতিউর রহমান। আজ সকালে তিনি পাটের জমিতে বীজ লাগাতে গিয়েছিলেন। তখন সেখানে প্রতিবেশী নাজিবুল হোসেনও হাজির হন। এক–দু’কথা থেকে সরাসরি হামলা করা হয় মতিউরের উপর। এই আচমকা হামলা করে মতিউরের উপর চড়াও হয়ে তার বাঁ হাতে ধারালো হাঁসুয়ার কোপ মারে নাজিবুল। আর তাতেই মতিউরের ওই হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে যায়। এই ঘটনায় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন মতিউর। শিউরে ওঠে এলাকাবাসী।
তারপর ঠিক কী ঘটল? হাত কেটে পড়ে যাওয়ার পর রক্তে ভাসছিল মাঠ। মতিউর তখন যন্ত্রণায় ছটফট করতে শুরু করেছিলেন। আর আর্তনাদ করতে থাকেন। সেই আওয়াজ শুনে প্রতিবেশীরা ছুটে আসেন ঘটনাস্থলে। কিন্তু পরিস্থিতি বেগতিক দেখে অন্যান্যরা আসার আগেই সেখান থেকে চম্পট দেয় নাজিবুল। আশঙ্কাজনক মতিউর ও তাঁর কাটা পড়া হাত নিয়ে গোধনপাড়া হাসপাতালে ভর্তি করেন প্রতিবেশীরা। অবস্থা গুরুতর হওয়ায় সেখান থেকে তাঁকে মুর্শিদাবাদ মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। এই ঘটনায় এলাকা তপ্ত হয়ে রয়েছে।
আর কী জানা যাচ্ছে? অভিযুক্ত নাজিবুলের বিরুদ্ধে তাঁর পরিবারে অভিযোগ রয়েছে। নাজিবুলের বৌদি জানিয়েছেন, সারাক্ষণ গাঁজার নেশায় বুঁদ হয়ে থাকে দেওর নাজিবুল। কিছুদিন আগে আরও একজনের উপর হামলা চালিয়েছিল নাজিবুল। আজ সকালে তিনি নাজিবুলকে নেশা করতে দেখেছিলেন। তবে বাড়ি থেকে তড়িঘড়ি বেরিয়ে যায় সে। এরপরেই এমন ঘটনা ঘটে বলে খবর মেলে। অভিযুক্ত নাজিবুলকে খুঁজে পেতে পুলিশ এলাকায় তল্লাশি শুরু করেছে বলে খবর।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup