সবে শাহরুখ–পুত্র আরিয়ান খান মাদক মামলায় জামিন পেয়েছেন। এই নিয়ে সরগরম হয়ে ওঠে বলিউড। কিন্তু এই রাজ্যের জেলা জলপাইগুড়িতে এবার এমন একটি ঘটনা ঘটল। যেখানে স্বয়ং কারারক্ষী গাঁজা পাচারের সঙ্গে যুক্ত বলে অভিযোগ উঠেছে। জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে গাঁজা পাচারের অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক কারারক্ষীকে।
এই ঘটনা প্রকাশ্যে আসতেই জেলা জুড়ে আলোড়ন পড়ে গিয়েছে। সরকারি কর্মী মাদক পাচারের সঙ্গে যুক্ত তা ভাবতেই পারছেন না। যাঁর জেলের মধ্যে এইসব আটকানোর কথা সেই তিনিই এই কাজে জড়িত! এই অভিযোগের ভিত্তিতে তাঁকে গ্রেফতার করা হয়েছে। জানা গিয়েছে, জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারের ধৃত কারারক্ষী মহম্মদ মফিজুদ্দিন।
বেশ কিছুদিন ধরেই খবর মিলছিল এই সংশোধনাগারে গাঁজা প্রবেশ করছে। কে বা কারা এই কাজ করছে তা বোঝা যাচ্ছিল না। অভিযোগ, এই কারারক্ষী মহম্মদ মফিজুদ্দিন সাজাপ্রাপ্তদের হাতে গাঁজা পৌঁছে দিত। বিনিময়ে মোটা টাকা আদায় করত। এই খবর প্রথম আসে জলপাইগুড়ির কোতয়ালি থানায়। এখানের পুলিশ গোপনে তদন্তে নেমে দেখে সর্ষের মধ্যেই ভূত।
পুলিশ সূত্রে খবর, এই তদন্ত নিশ্চিত হতেই গ্রেফতার করা হয় মহম্মদ মফিজুদ্দিনকে। শনিবার পাকড়াও করা হয় তাঁকে। তাঁর কাছ থেকে ১০ প্যাকেট গাঁজা পাওয়া গিয়েছে। কিন্তু সবার অলক্ষ্যে এই কাজ কি করে করলেন তিনি তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই কাজে আরও কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।