বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > জল নিতে বেরিয়েছিল ছাত্রী, ইএফআর জওয়ানের গুলি এসে বিঁধে গেল শরীরে

জল নিতে বেরিয়েছিল ছাত্রী, ইএফআর জওয়ানের গুলি এসে বিঁধে গেল শরীরে

গুলিবিদ্ধ ছাত্রীর চিকিৎসা চলছে হাসপাতালে 

ছাত্রীর বাবা স্বপন মাহাতো বলেন, ইএফআর এর গুলি চালানোর ট্রেনিং হচ্ছিল। সেই সময় গুলি এসে লাগে। এর আগেই আমার দুটো গরুর শরীরে গুলি লেগেছিল।

ইএফআর জওয়ানদের গুলি চালনার অনুশীলন চলছিল। সেই গুলিই ছিটকে লেগে আহত হয়েছে অষ্টম শ্রেণির এক ছাত্রী। তার কাঁধে গুলি লেগেছে। অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি। পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ থানার অন্তর্গত টাঙ্গাসেল এলাকার ঘটনা। পরিবার সূত্রে খবর, বাড়ির কাছেই জল আনতে গিয়েছিল ওই ছাত্রী। সেই সময় তপ্ত গুলি তার শরীরে ঢুকে যায়। প্রচন্ড যন্ত্রনায় চিৎকার করে ওঠে সন্ধ্যারাণী মাহাতো নামে ওই ছাত্রী। তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার পরিজন, প্রতিবেশীদের দাবি, বার বার একই ঘটনা হচ্ছে। এনিয়ে বলাও হয়েছিল পুলিশ, প্রশাসনকে। কিন্তু তারা কোনও কথা কানে তোলে না। 

ছাত্রীর এক আত্মীয় বলেন, শালুয়াতে ফায়ারিং চলছিল। সেখান থেকে গুলি ছিটকে এসে  মেয়ের হাতে লাগে। সে জল আনতে বাইরে এসেছিল। তখনই হাতে গুলি লাগে। এর আগে একজন মহিলার পায়ে গুলি লেগেছিল। গরু, ছাগলের শরীরেও লেগেছিল। বার বার এনিয়ে বিভিন্ন মহলে জানিয়েছি। কিন্তু কাজের কাজ কিছু হয়নি। ছাত্রীর বাবা স্বপন মাহাতো বলেন, ইএফআর এর গুলি চালানোর ট্রেনিং হচ্ছিল। সেই সময় গুলি এসে লাগে। এর আগেই আমার দুটো গরুর শরীরে গুলি লেগেছিল। আজ আমার মেয়ের কাঁধে গুলি লাগে। আমার মেয়ে অষ্টম শ্রেণিতে পড়ে। ক্যাম্প থেকে আমার বাড়ি প্রায় আড়াই কিলোমিটার দূরে। সেখানেই গুলি লাগে মেয়ের শরীরে। অপর এক প্রতিবেশী বলেন, একবার এক প্রসূতির শরীরে গুলি লেগেছিল। জল আনতে গেলে কলসী ফুটো হয়ে যায়। কতজনের শরীরেও গুলি লেগেছে। ওদেরকে বলেও কিছু হয়নি। তবে ইএফআরএর তরফে কোনও বক্তব্য পাওয়া যায়নি।

 

বাংলার মুখ খবর

Latest News

Heart Care: এই ফলটি হার্টের নাকি খুব ভালো! আপনি কি এটি খান? আজ শেষ হচ্ছে রাজ্য সরকারি অর্থবর্ষ, চাপে পড়ে গিয়েছে একাধিক গুরুত্বপূর্ণ দফতর বিজেপি প্রার্থী রেখা পাত্রের স্বাস্থ্যসাথী কার্ড আছে, বড় তথ্য ফাঁস করল তৃণমূল কঙ্গনাকে ‘যৌনকর্মী’ বলার শাস্তি? সুপ্রিয়াকে লোকসভা ভোটের টিকিট দিল না কংগ্রেস! লোকসভা ভোটে বহরমপুরে বাজিমাত করতে পারে BJP, হারতে পারেন দিলীপ, মহুয়া: সমীক্ষা আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.