তৃণমূল নেতার চলন্ত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ। গুলি লাগল গাড়ির কাচে। বুধবার রাতে হাওড়ার বেলুড়ে জেলা যুবক তৃণমূল সভাপতি কৈলাস মিশ্রর গাড়ি লক্ষ্য করে গুলি চলে বলে অভিযোগ। সেই সময় গাড়িতে ছিলেন কৈলাসবাবুর পরিবারের লোকজনেরা। ঘটনায় ব্যাপক আতঙ্কিত হয়ে পড়েন তাঁরা।
আরও পড়ুন - ইস্তফা দিয়ে হাঁফ ছেড়ে বেঁচেছি, এই কুচক্র-রাজের বিহিত করতেই হবে
পড়তে থাকুন - সিপি পদ খুইয়ে বিপাকে বিনীত গোয়েল, মামলা খারিজ করতে অস্বীকার করল হাইকোর্ট
হাওড়া যুব তৃণমূল সভাপতি কৈলাস মিশ্র জানিয়েছেন, বুধবার সপরিবারে কালীঘাটে পুজো দিতে গিয়েছিলেন তিনি। পুজো দিয়ে রাতে নিজের গাড়িতে লিলুয়ার বাড়িতে ফিরছিলেন। পথে বেলুড়ে হঠাৎ তাঁর গাড়ির কাচে একটি গুলি লাগে। ঘটনার আকস্মিকতায় আতঙ্কিত হয়ে পড়েন তিনি ও তাঁর পরিবারের সদস্যরা। তবে রাতের অন্ধকারে কে বা কারা গুলি চালিয়েছে তাদের দেখা যায়নি। ঘটনার অভিঘাত কাটিয়ে থানায় যান কৈলাসবাবু। সেখানে অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। যেখানে গুলি চলেছে তার আসেপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে।
কৈলাসবাবু বলেন, এই ঘটনার পিছনে কার হাত রয়েছে বলতে পারব না। এমনকী রাজনৈতিক কারণেই গুলি চালানো হয়েছে কি না তা নিশ্চিত হয়। তবে যে ভাবে গুলি চলেছে তাতে স্পষ্ট আমাকে শেষ করে দেওয়ার লক্ষ্য ছিল। পুলিশকে সব জানিয়েছি। আমার পরিবারের সদস্যরা অত্যন্ত আতঙ্কিত। আমি নিজেও নিরাপত্তার অভাব বোধ করছি।
আরও পড়ুন - টালা থানার ওসিকে সাসপেন্ড করল কলকাতা পুলিশ, পাশে থাকার বার্তা স্রেফ আশ্বাস
এই ঘটনায় তৃণমূলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বিজেপির তরফে জানানো হয়েছে, তৃণমূল দুষ্কৃতীদের দলে পরিণত হয়েছে। এলাকা দখল ও তোলাবাজির বখরা নিয়ে বিবাদের জেরেই এই ঘটনা। তদন্ত হলে সব প্রকাশ্যে আসবে।