বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Bongaon Murder: ট্রাক চালককে অপহরণ করে পিটিয়ে খুন, সোনা পাচারচক্র কি জড়িত তদন্তে পুলিশ

Bongaon Murder: ট্রাক চালককে অপহরণ করে পিটিয়ে খুন, সোনা পাচারচক্র কি জড়িত তদন্তে পুলিশ

বনগাঁয় ট্রাক চালককে পিটিয়ে খুন। (প্রতীকী ছবি)

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌড় দত্ত ট্রাক চালিয়ে পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশ থেকে তিনি অবৈধভাবে কয়েকটি সোনার বিস্কুট নিয়ে আসছিলেন। তা অবশ্য বাংলাদেশ সীমান্তরক্ষীদের নজরে পড়ে যায়। তারা সোনার বিস্কুটগুলি নিয়ে ওই ট্রাক চালককে ছেড়ে দেয়।

এক ট্রাক চলকে অপহরণ করে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। এই অভিযোগের ভিত্তিতে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি বনগাঁ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের চামড়াপট্টি এলাকার। মৃতের নাম গৌড় দত্ত। গতকাল রাতে তাকে অপহরণ করে খুন করা হয়েছে বলে অভিযোগ। ধৃতদের বিরুদ্ধে অপহরণ এবং খুনের মামলার রুজু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গৌড় দত্ত ট্রাক চালিয়ে পেট্রাপোল বন্দর হয়ে বাংলাদেশে গিয়েছিলেন। বাংলাদেশ থেকে তিনি অবৈধভাবে কয়েকটি সোনার বিস্কুট নিয়ে আসছিলেন। তা অবশ্য বাংলাদেশ সীমান্তরক্ষীদের নজরে পড়ে যায়। তারা সোনার বিস্কুটগুলি নিয়ে ওই ট্রাক চালককে ছেড়ে দেয়। এর পরে তিনি বাড়ি ফেরেন। কিন্তু, বাড়ি ফেরার পর আর তার কোনও সন্ধান পাননি পরিবারের সদস্যরা। পরে গোপালনগর থানার পুলিশের তরফে পরিবারকে তার মৃত্যুর খবর দেওয়া হয়।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে রাস্তায় গুরুতর আহত অবস্থায় পড়েছিলেন গৌড় দত্ত। সেই অবস্থায় তাকে উদ্ধার করে পুলিশ বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এই খুনের ঘটনায় যে তিনজনকে পুলিশ গ্রেফতার করেছে তাদের নাম হল রশিদ মণ্ডল, রাকেশ কারিগর এবং মনোজ বৈদ্য। এই খুনের ঘটনার সঙ্গে সোনা পাচারচক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এ বিষয়ে বনগাঁ পুরসভার তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোপাল শেঠ বলেন, ‘দীর্ঘদিন ধরেই সীমান্তে সোনা পাচারচক্র চলছে। তা বন্ধের জন্য আমরা বিএসএফ, কাস্টমস এবং প্রশাসনের কাছে আবেদন করেছি। তারপরও সোনা পাচার বন্ধ হয়নি।’

Haryana and JNK Election Haryana and JNK Election
বাংলার মুখ খবর

Latest News

ইমেল ডাউনলোড করবেন কিন্তু কীভাবে করতে হয়? জেনে নিন পদ্ধতি জাপানে পড়াশোনায় ইচ্ছুক? ভিসা পাবেন খুব সহজে, জেনে নিন আরও বেশি করে Gold Loan নিচ্ছেন গ্রাহকরা, তাহলে RBI চিন্তিত কেন? নুন থেকে IT,১০ সেক্টরে ৩০ সংস্থা; টাটা গোষ্ঠীর অধীনে কোন কোন কোম্পানি আছে জানেন? Walking Benefits: দুপুরের লাঞ্চের পর ১০০ কদম হাঁটাই যথেষ্ট! 'ব্রাহ্মণ' হওয়ার গর্ব জাহির করতে গাড়িতে বিতর্কিত পোস্টার বেঙ্গালুরুর CEO-র বনবাস কাটিয়ে কামব্যাক, রঞ্জিতে ঝাড়খণ্ডের অধিনায়ক ইশান স্ক্রিনিংয়ে কেউ হাসেনি ওয়ালকাম দেখে, স্ট্রেসের কারণে হাসপাতালে ভর্তি হন পরিচালক সিইও হয়েও করেন HR-এর কাজ! নিজে হাতেই নতুন কর্মীদের চাকরি দেন Zomato CEO কলকাতায় 'আকাশ তিমি' বেলুগা XL, বিমানটি কত লম্বা জানেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.