বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > প্রচন্ড খিদে পেয়েছিল, বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লেন যুবক, নীচে নামতেই আপেল

প্রচন্ড খিদে পেয়েছিল, বিদ্যুতের টাওয়ারে উঠে পড়লেন যুবক, নীচে নামতেই আপেল

টাওয়ার থেকে যুবককে নামিয়ে আনছেন পুলিশ ও দমকলকর্মীরা (নিজস্ব চিত্র)

বাসিন্দারা বার বার ওই যুবককে নীচে নেমে আসার জন্য অনুরোধ করেন। কিন্তু ওই যুবক একেবারে নাছোড়বান্দা।

মালদার গাজোলের ভান্ডারিপাড়া গ্রাম। শনিবার সকালে বাসিন্দারা আচমকাই দেখেন এক মাঝবয়সী যুবক হাইভোল্টেজ বিদ্যুতের টাওয়ারে উঠে বসে রয়েছেন। এদিকে এই দৃশ্য দেখে কার্যত হতবাক হয়ে যান বাসিন্দারা। এদিকে গ্রামবাসীরা বার বার ওই যুবককে নীচে নেমে আসার জন্য অনুরোধ করেন। কিন্তু ওই যুবক একেবারে নাছোড়বান্দা। কিছুতেই তিনি টাওয়ার থেকে নামতে চাইছিলেন না। এদিকে কোনওভাবে টাওয়ার থেকে পড়ে গেলেও ভয়াবহ ঘটনা হতে পারে। অন্য়দিকে বিদ্যুতের তারে কোনওরকমে হাত ছুঁয়ে গেলেও বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। সব মিলিয়ে মারাত্মক উদ্বেগের মধ্যে পড়ে যান গ্রামবাসীরা। এরপর পুলিশে খবর দেওয়া হয়।

পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে আসে। দীর্ঘক্ষণ তাকে তাঁরা বোঝানোর চেষ্টা করেন। কিন্তু তিনি শুনতে চাননি। এরপর প্রায় ঘণ্টা তিনেকের চেষ্টায় দড়ি বেঁধে তাকে নামান দমকল কর্মীরা। তাকে নানাভাবে আশ্বস্ত করেন দমকলকর্মীরা। ওই যুবক আকারে ইঙ্গিতে জানান তার বড্ড খিদে পেয়েছে। তিনদিন ধরে তিনি কিছু খাননি। এরপরই তাকে আপেল আর জল দেন দমকলকর্মীরা। কিছুটা হলেও ধাতস্থ হন ওই যুবক। পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম প্রভু হেমব্রম। তিনি পুরাতন মালদার সন্ন্যাসীদিঘি এলাকার বাসিন্দা। পুলিশের সন্দেহ তিনি মানসিকভাবে কিছুটা অসুস্থ। অসংলগ্ন কথাবার্তা বলছেন।

 

বন্ধ করুন