হবু কনে একসময়ের বান্ধবী ছিল যুবকের। তখন তাঁদের প্রেম এগিয়ে যেতে গিয়ে ঘনিষ্ঠ হয়ে পড়েছিলেন তাঁরা। তারপর সম্পর্কে চিড় ধরে এবং দূরত্ব তৈরি হয়। এখন আর সম্পর্ক নেই। এবার সেই বান্ধবী এখন হবু কনে। সামনেই তাঁর বিয়ে। এই পরিস্থিতিতে পরিবারকে হুমকি চিঠি পাঠিয়ে টাকা আদায়ের চেষ্টা করল ওই যুবক। জলপাইগুড়ির বাসিন্দা এই যুবককে গ্রেফতার করল কোতোয়ালি থানার পুলিশ। আজ রবিবার তাকে তোলা হবে আদালতে।
ঠিক কী ঘটেছে জলপাইগুড়িতে? স্থানীয় সূত্রে খবর, জলপাইগুড়ির বাসিন্দা ওই যুবতীর বিয়ে সামনে। গোটা পরিবার বিয়ে নিয়ে ব্যস্ত। আর ঠিক তখনই পরিবারের কাছে এল গোপন চিঠি। সেখানে হুমকি দিয়ে টাকা দেওয়ার কথা লেখা আছে। চিঠিতে নির্দিষ্ট ঠিকানা উল্লেখ করা হয়েছে। প্রায় ৫০ হাজার টাকা পৌঁছে দিতে বলা হয়েছে। আর তা না দিলে হবু কনের ব্যক্তিগত মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।
তারপর ঠিক কী ঘটল? এই চিঠি পেয়ে পরিবারের সদস্যরা আতঙ্কে পড়ে যান। বাড়ির মেয়ের বিয়ে সামনে। তার মধ্যে এমন চিঠি পেয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ করেন পরিবারের সদস্যরা। তখন যুবককে হাতেনাতে ধরতে একটি পরিকল্পনা করে পুলিশ। পুলিশের কথা মতো যুবকের নির্দিষ্ট ঠিকানায় টাকা রেখে আসেন হবু কনের পরিবারের সদস্যরা। আর সেই টাকা নেওয়ার ফাঁদে পড়ে যায় ওই যুবক। তখন তাকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
কী তথ পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, দফায় দফায় জেরা করতেই নিজের অপরাধ কবুল করে ওই যুবক। ওই যুবক জেরায় জানায় হবু কনে তার পূর্বপরিচিত। স্কুল জীবনের বান্ধবী। তার কাছে হবু কনের ব্যক্তিগত মুহূর্তের কোনও ছবিই নেই। শুধুমাত্র কিছু নগদ টাকা দরকার ছিল বলে এই মিথ্যে নাটক সাজিয়েছিল। পুলিশ অভিযুক্তের বয়ান রেকর্ড করেছে। ধৃতকে রবিবারই জলপাইগুড়ি আদালতে তোলা হবে। প্রকৃত সত্য সামনে আসায় নিশ্চিন্ত হয়েছেন ওই তরুণী।