এক যুবককে মোটরবাইক থেকে ফেলে গলার নলি কেটে খুন করার ঘটনা ঘটল। রাতের অন্ধকারে বাঁকুড়া শহরের অভিজাত এলাকায় এই ঘটনা ঘটেছে। আর তার জেরে এলাকায় আলোড়ন পড়ে গিয়েছে। রাস্তার উপর মোটরবাইক আরোহীর গলার নলি কেটে খুন করার ঘটনায় শিউরে উঠেছে মানুষজন। শুক্রবার রাতের ঘটনা নিয়ে শনিবার প্রতাপবাগান এলাকায় জোর চর্চা শুরু হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে খবর।
ঠিক কী ঘটেছে বাঁকুড়ায়? স্থানীয় সূত্রে খবর, এই খুনের ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে এসে পৌঁছেছে বাঁকুড়া সদর থানার পুলিশ। তারা গোটা ঘটনা সরেজমিনে তদন্ত করে দেখছে। মোটরবাইকে করে জুনবেদিয়া এলাকা থেকে প্রতাপবাগানের রাস্তা ধরে কলেজ রোডের দিকে যাচ্ছিলেন ওই যুবক। তখন তাঁকে অনুসরণ করে কয়েকজন দুষ্কৃতী। তারপর সজোরে মোটরবাইকে ধাক্কা দিয়ে রাস্তায় ফেলে দেওয়া হয় ওই যুবককে। তারপর ধারালো অস্ত্র দিয়ে গলার নলি কেটে খুন করা হয়।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শেখ আমন। তিনি মোটরবাইকে করে কলেজ রোডের দিকে কোনও কাজে যাচ্ছিলেন যুবক আমন। মাচানতলা এলাকার বাসিন্দা এই যুবক শেখ আমন। তখন ওই মোটরবাইককে ফলো করে এলআইসি কোয়ার্টার চত্বর পর্যন্ত যায় দুষ্কৃতীরা। আর তারপরই এলআইসি কোয়ার্টার লাগোয়া প্রতাপবাগানের রাস্তায় চলন্ত মোটরবাইককে ধাক্কা দিয়ে আমনকে রাস্তায় ফেলে দেওয়া হয়। তারপর গলার নলি কেটে খুন করা হয়। ঘটনার তদন্ত করা হচ্ছে। আর দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আর কী জানা যাচ্ছে? সূত্রের খবর, মাটিতে ফেলে দেওয়ার পর ছুরি দিয়ে আমনের গলার নলি কেটে খুন করা হয়। আর মোটরবাইকে চড়েই চম্পট দেয় দুষ্কৃতীরা। বাঁকুড়া সদর থানার পুলিশ ঘটনাস্থলে এসে গুরুতর আহত অবস্থায় যুবককে উদ্ধার করে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজে নিয়ে যায়। কিন্তু চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যুবকের গলার নলি কেটে খুন করার জায়গা থেকে ঢিল ছোড়া দূরত্বে বাঁকুড়া সদর থানার আইসি’র আবাসন। তারপরও কেন কেউ কিছু বুঝতে পারল না? সেটা সবাইকে ভাবিয়ে তুলেছে। এই ব্যস্ত রাস্তায় এমন খুনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে বাঁকুড়া শহর জুড়ে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup