বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ছয়বার বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছে, অবসাদে আত্মঘাতী হলেন শান্তিপুরের যুবক

ছয়বার বিয়ের সম্বন্ধ ভেঙে গিয়েছে, অবসাদে আত্মঘাতী হলেন শান্তিপুরের যুবক

ছ’বার বিয়ে ভেঙে যাওয়ায় যুবক আত্মহত্যার পথ বেছে নেয়।(প্রতীকী ছবি)

এই কথাই বারবার শুনতে হতো যুবক শঙ্করকে। মানসিক আঘাত পাওয়ায় মানসিক অবসাদের শিকার হন শঙ্কর বলে তাঁর পরিবারের অভিযোগ। সেটা সহ্য করতে না পেরে শঙ্কর আত্মহত্যার পথকেই বেছে নেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত চাঁদের পাহাড়ের শঙ্কর আফ্রিকার জঙ্গল থেকে ফিরলেও বাস্তবের শঙ্কর জীবন যুদ্ধে জিতে ফিরতে পারল না।

বিয়ে হবো হবো করেও হচ্ছিল না। অনেক চেষ্টা করেও কোনও লাভ হচ্ছিল না। বারবার নানা সম্বন্ধ দেখা হচ্ছিল। কিন্তু শেষে সেগুলি ভেঙে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ওই যুবকের মনের উপর মারাত্মক চাপ পড়ছিল। বিয়ের তোড়জোড় শুরু হলেও সেটা বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়াচ্ছিল না। বন্ধুরাও রসিকতা করে গান গাইত, ‘‌বাবা আমার কি বিয়ে হবে না’‌। আসলে এই পাত্র ভাল হলেও পাত্রীদের তা পছন্দ নয়। তাই বারবার ভেঙে যাচ্ছিল বিয়ের সম্বন্ধ। কারণ ওই যুবকের ‘চেহারা খারাপ’। এভাবেই আগে পাঁচবার বিয়ের সম্বন্ধ ভেঙেছে। ছ’বার বিয়ে ভেঙে যাওয়ায় সেটা আর মেনে নিতে পারেননি ওই যুবক। তাই আত্মহত্যার পথ বেছে নেয়।

ঠিক কী ঘটেছে যুবকের জীবনে?‌ স্থানীয় সূত্রে খবর, পর পর ওই যুবকের বিয়ে ভেঙে যাওয়ায় অবসাদে ভুগছিলেন ওই যুবক। স্বভাব–চরিত্র ভাল হলেও চেহারা ভাল নয়। এই কারণে তাঁকে পাত্রীপক্ষ রিজেক্ট করছিল। এভাবে টানা ৬ বার বিয়ের সম্বন্ধ ভেঙে গেলে মানসিক অবসাদে ভুগতে থাকেন ওই যুবক। তারপর সেখান থেকেই আত্মঘাতী হলেন ওই যুবক। এই ঘটনা নিয়ে গোটা নদিয়ার শান্তিপুরে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে পুলিশ।

কেন কনেপক্ষের পছন্দ হচ্ছিল না?‌ মেয়ের বাড়ির লোকজনের পছন্দ ছিল পেশায় মৃৎশিল্পী শঙ্কর পালকে। কিন্তু মেয়েদের পছন্দ ছিল না হবু বরকে। ‘চেহারার কারণে’ বিয়েতে আপত্তি ছিল মেয়েদের। এই কথাই বারবার শুনতে হতো যুবক শঙ্করকে। এভাবে বারবার মানসিক আঘাত পাওয়ায় মানসিক অবসাদের শিকার হন শঙ্কর বলে তাঁর পরিবারের অভিযোগ। আর সেটা সহ্য করতে না পেরে শঙ্কর আত্মহত্যার পথকেই বেছে নেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত চাঁদের পাহাড়ের শঙ্কর আফ্রিকার জঙ্গল থেকে ফিরলেও বাস্তবের শঙ্কর জীবন যুদ্ধে জিতে ফিরতে পারল না।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, মৃত যুবক শঙ্কর পালের (‌৩০)‌ বাড়ি শান্তিপুর হরিপুর পালপাড়া এলাকায়। মৃৎশিল্পী হিসাবে একাধিক কারখানায় কাজ করতেন। আর্থিক সমস্যা ছিল না তাঁর। জেলার বাইরেও শঙ্করের বিয়ের জন্য সম্বন্ধ দেখা হলেও ভেঙে যাচ্ছিল সম্বন্ধগুলি। সম্প্রতি আরও একটি সম্বন্ধ ভেঙে যায়। তার পরই মানসিক অবসাদে ভুগতে থাকেন শঙ্কর। আজ, মঙ্গলবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এই বিষয়ে রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর মণ্ডল বলেন, ‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার দায়ের করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।’‌

বাংলার মুখ খবর

Latest News

‘আমায় ২ লিস্ট দিল’, একাদশই বলতে পারল না শ্রেয়স, নিজে দল বাছে না, বলল নেটপাড়া স্টেশনে নেমে টুক করে শুলেন রেললাইনে, মাথার উপর ট্রেন, তারপর কী হল গোবরডাঙায় ? করণ জোহরের বান্দ্রার বাড়ির ভাড়াটে এবার ইমরান খান! প্রতি মাসের ভাড়া কত জানেন? বিশ্বকাপ জয়ের ছবি প্রচারে ব্যবহার করা যাবে না, পাঠানকে জানাল নির্বাচন কমিশন 'জেতার পর দেবের মুখ দেখিনি, আপনারটা...' জনগণের চাঁচাছোলা প্রশ্নে হতবাক হিরণ! উত্তর মালদায় বিজেপির দেওয়াল লিখনে লক্ষ্মীর ভাণ্ডার, কমিশনে নালিশ জানাবে তৃণমূল পৃথ্বীকে একাদশে না রাখার DC-র সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন SRH কোচ আইন ভাঙলে পুলিশ কি ড্রাইভিং লাইসেন্স কাড়তে পারে? মামলা করলেন কলকাতার আইনজীবী ইন্দাসে মহিলা নিয়ে তৃণমূল নেতার উদ্দাম নৃত্য, সুজাতা-সৌমিত্রের তরজা তুঙ্গে ৭০-এর দশকের বলিউডের অন্যতম সাহসী অভিনেত্রী, পুরনো ছবি দেখে চিনতে পারলেন?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.