বিয়ে হবো হবো করেও হচ্ছিল না। অনেক চেষ্টা করেও কোনও লাভ হচ্ছিল না। বারবার নানা সম্বন্ধ দেখা হচ্ছিল। কিন্তু শেষে সেগুলি ভেঙে যাচ্ছিল। এই পরিস্থিতিতে ওই যুবকের মনের উপর মারাত্মক চাপ পড়ছিল। বিয়ের তোড়জোড় শুরু হলেও সেটা বিয়ের মণ্ডপ পর্যন্ত গড়াচ্ছিল না। বন্ধুরাও রসিকতা করে গান গাইত, ‘বাবা আমার কি বিয়ে হবে না’। আসলে এই পাত্র ভাল হলেও পাত্রীদের তা পছন্দ নয়। তাই বারবার ভেঙে যাচ্ছিল বিয়ের সম্বন্ধ। কারণ ওই যুবকের ‘চেহারা খারাপ’। এভাবেই আগে পাঁচবার বিয়ের সম্বন্ধ ভেঙেছে। ছ’বার বিয়ে ভেঙে যাওয়ায় সেটা আর মেনে নিতে পারেননি ওই যুবক। তাই আত্মহত্যার পথ বেছে নেয়।
ঠিক কী ঘটেছে যুবকের জীবনে? স্থানীয় সূত্রে খবর, পর পর ওই যুবকের বিয়ে ভেঙে যাওয়ায় অবসাদে ভুগছিলেন ওই যুবক। স্বভাব–চরিত্র ভাল হলেও চেহারা ভাল নয়। এই কারণে তাঁকে পাত্রীপক্ষ রিজেক্ট করছিল। এভাবে টানা ৬ বার বিয়ের সম্বন্ধ ভেঙে গেলে মানসিক অবসাদে ভুগতে থাকেন ওই যুবক। তারপর সেখান থেকেই আত্মঘাতী হলেন ওই যুবক। এই ঘটনা নিয়ে গোটা নদিয়ার শান্তিপুরে ব্যাপক আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলতে শুরু করেছে পুলিশ।
কেন কনেপক্ষের পছন্দ হচ্ছিল না? মেয়ের বাড়ির লোকজনের পছন্দ ছিল পেশায় মৃৎশিল্পী শঙ্কর পালকে। কিন্তু মেয়েদের পছন্দ ছিল না হবু বরকে। ‘চেহারার কারণে’ বিয়েতে আপত্তি ছিল মেয়েদের। এই কথাই বারবার শুনতে হতো যুবক শঙ্করকে। এভাবে বারবার মানসিক আঘাত পাওয়ায় মানসিক অবসাদের শিকার হন শঙ্কর বলে তাঁর পরিবারের অভিযোগ। আর সেটা সহ্য করতে না পেরে শঙ্কর আত্মহত্যার পথকেই বেছে নেয়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের রচিত চাঁদের পাহাড়ের শঙ্কর আফ্রিকার জঙ্গল থেকে ফিরলেও বাস্তবের শঙ্কর জীবন যুদ্ধে জিতে ফিরতে পারল না।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত যুবক শঙ্কর পালের (৩০) বাড়ি শান্তিপুর হরিপুর পালপাড়া এলাকায়। মৃৎশিল্পী হিসাবে একাধিক কারখানায় কাজ করতেন। আর্থিক সমস্যা ছিল না তাঁর। জেলার বাইরেও শঙ্করের বিয়ের জন্য সম্বন্ধ দেখা হলেও ভেঙে যাচ্ছিল সম্বন্ধগুলি। সম্প্রতি আরও একটি সম্বন্ধ ভেঙে যায়। তার পরই মানসিক অবসাদে ভুগতে থাকেন শঙ্কর। আজ, মঙ্গলবার সকালে ঘর থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে। এই বিষয়ে রানাঘাট মহকুমা পুলিশ আধিকারিক প্রবীর মণ্ডল বলেন, ‘একটি অস্বাভাবিক মৃত্যুর মামলার দায়ের করে প্রাথমিক তদন্ত শুরু হয়েছে।’