বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Train Accident: শিয়ালদা–বজবজ লাইনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

Train Accident: শিয়ালদা–বজবজ লাইনে ঘটল মর্মান্তিক দুর্ঘটনা, চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু যুবকের

চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক যুবক।

আবার বৃহস্পতিবারই হাওড়ার উলুবেড়িয়ায় হাওড়া–খড়গপুর শাখার লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। উলুবেড়িয়া উড়ালপুলের কাছে রেল লাইনের উপর চার কিশোর খেলছিল। হঠাৎ সেখানে মিডল লাইনে ট্রেন চলে আসতেই বিপত্তি ঘটে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক কিশোর। আর বাকি তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই।

আবার মর্মান্তিক দুর্ঘটনা এবং তার জেরে মৃত্যুর ঘটনা ঘটল। বৃহস্পতিবার রাতে শিয়ালদা–বজবজ লাইনে ঘটে গেল মর্মান্তিক এই দুর্ঘটনা। চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক যুবক। আর তার জেরে মৃত্যু হল এক যুবকের। এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। আজ, শুক্রবার এই ঘটনার কথা চাউর হতেই শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

ঠিক কী ঘটেছে শিয়ালদা–বজবজ লাইনে?‌ স্থানীয় সূত্রে খবর, এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে শিয়ালদা–বজবজ লাইনের নুঙ্গি এবং আকড়া স্টেশনের মাঝে বাটা ব্রিজের কাছে। গতকাল, বৃহস্পতিবার রাতে শিয়ালদা থেকে বজবজ লোকাল ধরে বাড়ি ফিরছিলেন ওই যুবক। তাঁর বয়স ২৬ বছরের কাছাকাছি। কিন্তু হঠাৎই চলন্ত ট্রেন থেকে পড়ে যান ওই যুবক। বাটা ব্রিজের কাছে রক্তাক্ত অবস্থায় তাঁর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তা দেখতে পেয়েই খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়।

পুলিশ কী তথ্য পেয়েছে?‌ পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের পরিচয় এখনও জানা যায়নি। তবে মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগ মিলেছে। তবে পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। কাজ করে বাড়ি ফিরছিলেন ওই যুবক। ট্রেনগুলিতে ওই সময় অফিস টাইমে ব্যাপক ভিড় হয়। ভিড়ের ঠেলায় ওই যুবক পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। আর তার জেরেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, আবার বৃহস্পতিবারই হাওড়ার উলুবেড়িয়ায় হাওড়া–খড়গপুর শাখার লোকাল ট্রেনের ধাক্কায় মৃত্যু হল তিন কিশোরের। উলুবেড়িয়া উড়ালপুলের কাছে রেল লাইনের উপর চার কিশোর খেলছিল। হঠাৎ সেখানে মিডল লাইনে ট্রেন চলে আসতেই বিপত্তি ঘটে। ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে এক কিশোর। আর বাকি তিনজনের মৃত্যু হয় ঘটনাস্থলেই। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়। জীবিত একজনকে উলুবেরিয়া মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলার মুখ খবর

Latest News

জিমন্যাস্টিক্সকে বিদায় জানালেন দীপা, এবার কিছু ফিরিয়ে দেওয়াই লক্ষ্য কেন এত মাদক, শিশুদের সঙ্গে যৌনতা? পাক তরুণীর প্রশ্নে চটে লাল জাকির নায়েক নাতির স্কুলে হঠাৎ হাজির নীতা আম্বানি! গল্পের বই থেকে খুদেদের পর শোনালেন গল্প বীরভূমের কয়লা খনিতে বিষ্ফোরণ, ছিন্নভিন্ন ৬ শ্রমিক, ক্ষতিপূরণ ঘোষণা রাজ্যের বেড়াতে গিয়েছিলেন, ফিরেই সেজেগুজে পুজো উদ্বোধনে অপরাজিতা 'দুর্গা' নৃত্যনাট্যে মথুরার দর্শকদের মন্ত্রমুগ্ধ করলেন হেমা মালিনী ‘এশিয়ান চ্যাম্পিয়নশিপে সোনা জয়ই সেরা মূহূর্ত’! অবসরের পর HT বাংলাকে বললেন দীপা… বিয়ে করলেন 'আলোর কোলে'র 'আলো' স্বীকৃতি দুর্গাপুজোর বিকেলে অতিথি আসছে? ঠাকুরবাড়ি স্টাইলে কাতলা ফ্রাই বানিয়ে চমক দিন প্রেসক্রিপশন ছাড়া এমার্জেন্সি জন্মনিরোধক পিল আর নয়, কেন নিয়ন্ত্রণ চাইছে সরকার?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.