বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দোল খেলতে বেরিয়ে তারকেশ্বরে মৃত্যু যুবকের, বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ

দোল খেলতে বেরিয়ে তারকেশ্বরে মৃত্যু যুবকের, বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ

দোল খেলতে বেরিয়ে মৃত্যু যুবকের।

দোলের দিন শোকের ছায়া নেমে আসে যুবকের পরিবারের উপর। তাই বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে দোল খেলতে বেরিয়েছিল যুবক। প্রথমে খানিক আড্ডা জমে উঠলেও পরে রঙের উৎসবে তারা মেতে ওঠে। কিন্তু শেষ পরিণতি মৃত্যু। শুক্রবার হুগলির তারকেশ্বর থানার চাঁদুর গ্রামে এই ঘটনাই ঘটেছে। দোলের দিন শোকের ছায়া নেমে আসে যুবকের পরিবারের উপর। তাই বন্ধুদের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা।

পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম শঙ্খ দাস (‌২২)‌। এই যুবকের দেহ উদ্ধার করা হয়েছে। সেখানে একাধিক আঘাতের চিহ্ন মিলেছে। শঙ্খের কয়েকজন বন্ধুকে সন্দেহ করা হচ্ছে। নিহত যুবকের পরিবারের কাছ থেকেও কিছু নাম পাওয়া গিয়েছে। ওই তালিকা ধরেই বন্ধুদের ডেকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঠিক কী অভিযোগ পরিবারের?‌ এই ঘটনার পর পরিবারের অভিযোগ, সকালে চাষের খেতে গিয়েছিল শঙ্খ। তারপর সেখান থেকে বাড়ি ফিরে আসে। তখন বন্ধুরা দোল খেলতে ডাকে। সেই ডাকে সাড়া দিয়ে শঙ্খ বেরিয়েছিল। কিন্তু দীর্ঘ সময় বাড়ি না ফেরায় তাকে ফোন করা হয়। সেটাও বেজে যায়। তার কিছুক্ষণ পর দু’জন বন্ধু মোটরবাইকে করে এসে বাড়ির সামনে শঙ্খের দেহ ফেলে দেয়।

স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা দেখে শঙ্খের পরিবার বাকরুদ্ধ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে শঙ্খের দেহ নিয়ে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে পৌঁছনো হয়। কিন্তু চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। লিখিত অভিযোগ দায়ের হয়েছে তারকেশ্বর থানায়। বাড়ির সামনে থাকা সিসি ক্যামেরায় ছবি রয়েছে। যা দেখে পুলিশ তদন্ত শুরু করেছে।

বন্ধ করুন