বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Fishing Cat: বাঘরোল মেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের, মালদায় গ্রেফতার করল বনদফতর

Fishing Cat: বাঘরোল মেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট যুবকের, মালদায় গ্রেফতার করল বনদফতর

বন দফতর গ্রেফতার করে যুবক অজিতকে।

এই ছবি দেখতে পেয়ে বন দফতরকে অভিযোগ জানায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই অভিযোগের সত্যতা যাচাই করে বন দফতর গ্রেফতার করে যুবক অজিতকে। তাঁর কাছ থেকে পাওয়া যায় বাঘরোল হত্যা করার সরঞ্জাম। এই কাজে অজিতকে সাহায্য করেছিলেন তাঁর কাকা। তাঁর খোঁজেও তল্লাশি চলছে।

মালদায় বাঘরোলের খোঁজ যে এভাবে পেতে হবে তা ভাবতে পারেননি বনদফতরের কর্মীরা। একটি বাঘরোলকে মেরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন এক যুবক। আর এই অপরাধে বন দফতর গ্রেফতার করল যুবককে। মালদার যুবক অজিত হেমব্রম নামে ওই যুবক এমনই ছবি পোস্ট করেন। ওই ছবিতে মৃত বাঘরোলের পিঠের চামড়া ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তাঁকে। এই ছবি ভাইরাল হতেই যুবকের খোঁজে শুরু হয় সাইবার তল্লাশী। তারপর তাঁকে গ্রেফতার করা হয়।

ঠিক কী ঘটেছে মালদায়?‌ এই ছবি দেখতে পেয়ে বন দফতরকে অভিযোগ জানায় একটি স্বেচ্ছাসেবী সংস্থা। সেই অভিযোগের সত্যতা যাচাই করে বন দফতর গ্রেফতার করে যুবক অজিতকে। তাঁর কাছ থেকে পাওয়া যায় বাঘরোল হত্যা করার সরঞ্জাম। এই কাজে অজিতকে সাহায্য করেছিলেন তাঁর কাকা। তাঁর খোঁজেও তল্লাশি চলছে।

ঠিক কী বলছে বন দফতর?‌ এই ঘটনা প্রকাশ্যে আসতেই মালদার ডিএফও বি সিদ্ধার্থ সংবাদমাধ্যমে বলেন, ‘‌মালদা জেলায় এই প্রথম খোঁজ মিলল রাজ্য প্রাণীর। তবে অভিজ্ঞতাটা আমাদের জন্য ভাল নয়। অভিযুক্ত অজিত হেমব্রমকে আটক করা হয়েছে। আজ, ২৪ অক্টোবর তাঁকে তোলা হচ্ছে মালদা জেলা আদালতে। অপর অভিযুক্ত অজিত হেমব্রমের কাকার খোঁজে চলছে তল্লাশি।’‌

কেমন করে ধরা পড়ল অভিযুক্ত?‌ গত ২০ জানুয়ারি হাওড়ার বাগনানে তিনটি রাজ্য প্রাণীকে হত্যা করেন দু’‌জন মৎস্যজীবী। ২০২৩ সালে শুরু হচ্ছে বাংলার বাঘরোলের সেনসাস। তবে এবার স্বেচ্ছাসেবি সংস্থার পক্ষ থেকে ওই যুবকের খোঁজ চালাতে গিয়ে তাকে ফোন করা হয়। আর সেই পাতা ফাঁদে পা দেয় অভিযুক্ত যুবক। তারপর বনদফতর আটক করে ওই যুবককে।

বন্ধ করুন