তৈরি হচ্ছে ভোটার তালিকা। তবে ভোটার তালিকায় নাম তুলতে গেলে নাকি লাগছে আধার কার্ড। অনেক ক্ষেত্রেই আধার ছাড়া ভোটার তালিকা নাম তোলা হচ্ছে না। এমনই অভিযোগ সামনে আসছে। তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড আদৌ বাধ্যতামূলক কিনা তানিয়ে মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সামশেরনগরের সভায় স্পষ্ট করে দিলেন মমতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয়। যাদের আধার কার্ড আছে তারা দেবেন না থাকলে দেবেন না।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘সরকার জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক নয়। যদি কারও ইচ্ছা হয় সে দেবে। কিন্তু আমার না থাকলে দেব না। একথা মাথায় রাখবেন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোটার তালিকা তৈরি হচ্ছে। সেটা আপনার তালিকা। সেটা আপনার অধিকার। ওটাই আপনার পরিচয়। ওটা না থাকলে আপনার পরিচয় থাকবে না।’ এই প্রসঙ্গে যারা এখনও ভোটার তালিকায় নাম তোলেনি তাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছেন মমতা।
এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘যে সমস্ত ছাত্র-ছাত্রীদের বয়স ১৮ বছর হয়েছে তারা অবশ্যই ভোটার তালিকায় নাম তুলবেন। সেখানে যদি কেউ বলে আধার কার্ড নিয়ে এসো তবে নাম উঠবে। সেটা কিন্তু ঠিক নয়। সরকারি নিয়ম অনুযায়ী আধার কার্ড বাধ্যতামূলক নয়।’ প্রসঙ্গত এদিন হিঙ্গলগঞ্জের সভায় সুন্দরবনের মানুষদের জন্য একাধিক সুবিধার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সভায় শীত বস্ত্র বিলি নিয়েও পুলিশ এবং আমলাদের ভর্ৎসনা করেন।