বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > CM Mamata Banerjee: ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার বাধ্যতামূলক নয়, স্পষ্ট করে দিলেন মমতা

CM Mamata Banerjee: ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার বাধ্যতামূলক নয়, স্পষ্ট করে দিলেন মমতা

হিঙ্গলগঞ্জের সভায় মমতা বন্দ্যোপাধ্যায়। নিজস্ব ছবি।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘সরকার জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক নয়। যদি কারও ইচ্ছা হয় সে দেবে। কিন্তু আমার না থাকলে দেব না। একথা মাথায় রাখবেন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোটার তালিকা তৈরি হচ্ছে। সেটা আপনার তালিকা। সেটা আপনার অধিকার।’

তৈরি হচ্ছে ভোটার তালিকা। তবে ভোটার তালিকায় নাম তুলতে গেলে নাকি লাগছে আধার কার্ড। অনেক ক্ষেত্রেই আধার ছাড়া ভোটার তালিকা নাম তোলা হচ্ছে না। এমনই অভিযোগ সামনে আসছে। তবে ভোটার তালিকায় নাম তোলার জন্য আধার কার্ড আদৌ বাধ্যতামূলক কিনা তানিয়ে মঙ্গলবার হিঙ্গলগঞ্জের সামশেরনগরের সভায় স্পষ্ট করে দিলেন মমতা। তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড থাকা বাধ্যতামূলক নয়। যাদের আধার কার্ড আছে তারা দেবেন না থাকলে দেবেন না।

কী বলেছেন মুখ্যমন্ত্রী?

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেছেন, ‘সরকার জানিয়ে দিয়েছে ভোটার তালিকায় নাম তুলতে গেলে আধার কার্ড বাধ্যতামূলক নয়। যদি কারও ইচ্ছা হয় সে দেবে। কিন্তু আমার না থাকলে দেব না। একথা মাথায় রাখবেন।’ মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘ভোটার তালিকা তৈরি হচ্ছে। সেটা আপনার তালিকা। সেটা আপনার অধিকার। ওটাই আপনার পরিচয়। ওটা না থাকলে আপনার পরিচয় থাকবে না।’ এই প্রসঙ্গে যারা এখনও ভোটার তালিকায় নাম তোলেনি তাদের ভোটার তালিকায় নাম তোলার জন্য আবেদন করার পরামর্শ দিয়েছেন মমতা।

এর পাশাপাশি ছাত্র-ছাত্রীদের ভোটার তালিকায় নাম তোলার পরামর্শ দিয়েছেন মমতা। তিনি বলেন, ‘যে সমস্ত ছাত্র-ছাত্রীদের বয়স ১৮ বছর হয়েছে তারা অবশ্যই ভোটার তালিকায় নাম তুলবেন। সেখানে যদি কেউ বলে আধার কার্ড নিয়ে এসো তবে নাম উঠবে। সেটা কিন্তু ঠিক নয়। সরকারি নিয়ম অনুযায়ী আধার কার্ড বাধ্যতামূলক নয়।’ প্রসঙ্গত এদিন হিঙ্গলগঞ্জের সভায় সুন্দরবনের মানুষদের জন্য একাধিক সুবিধার কথা উল্লেখ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সভায় শীত বস্ত্র বিলি নিয়েও পুলিশ এবং আমলাদের ভর্ৎসনা করেন।

বাংলার মুখ খবর

Latest News

CBIএর স্টেটাস রিপোর্ট যে তথ্য রয়েছে তা ভয়ঙ্কর, আরজি কর কাণ্ডে বলল সুপ্রিম কোর্ট সত্যি কি ২৭ মিনিটের ফুটেজ দেয় পুলিশ? কথা ঘুরিয়ে CBI-এর ঘাড়ে দোষ চাপালেন সিব্বল আজ বিশ্বকর্মা পুজোয় ভুল করেও করবেন না এই কাজ, না হলে হতে পারে ভাগ্য বিমুখ খুব ‘ভ্যালুয়েবল ইনপুট’ আছে নির্যাতিতা বাবার চিঠিতে, ‘CBI ঘুমোচ্ছে না’, বলল SC ঐশ্বর্যর স্টাইলে তৈরি করা হল পুতুল, দেখলে চমকে যাবেন আপনিও সরকারি মেডিক্যাল কলেজে চুক্তিভিত্তিক নিরাপত্তারক্ষী কেন? প্রশ্ন সুপ্রিম কোর্টের বাংলার হোটেল ম্যানেজমেন্টের ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু গুজরাটে, ফোন এল আত্মহত্যার যিশুর ‘বাবা হওয়ার’ গুঞ্জনের মাঝে ভাইরাল একটা ছবি! নীলাঞ্জনা লিখল, ‘এটাই শেষ…’ 'মান সম্মান নিয়ে টানাটানি পড়ে গেছে হুজুর, লাইভ স্ট্রিমিং বন্ধ করুন' খুব তাড়াতাড়ি আসছে 'তুম্বাদ ২'! গল্পে কী চমক থাকবে? জানালেন সোহম শাহ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.