বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > দ্বারিকা শিল্পাঞ্চলে বন্ধ কারখানা কিনল নামি শিল্পগোষ্ঠী, সহযোগিতার আশ্বাস রাজ্যে

দ্বারিকা শিল্পাঞ্চলে বন্ধ কারখানা কিনল নামি শিল্পগোষ্ঠী, সহযোগিতার আশ্বাস রাজ্যে

বন্ধ কারখানা কিনল অভিজিৎ গ্রুপ। প্রতীকী ছবি। (West Bengal Industrial Development Corporation)

অন্যদিকে, রোহিত ফেরো অ্যালয় নামে বন্ধ বন্ধ কারখানা কিনেছে টাটা গোষ্ঠী।

ক্রমেই পুনরুজ্জীবিত হচ্ছে বিষ্ণুপুরের দ্বারিকা শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের আরও একটি বন্ধ কারখানা কিনল একটি নামি শিল্পগোষ্ঠী। সম্প্রতি টাটা স্টিল এন্ড মাইনিং লিমিটেড সেখানে একটি বন্ধ কারখানা কিনেছে। এবার এই শিল্পাঞ্চলে অভিজিৎ শিল্পগোষ্ঠী আরেকটি বন্ধ কারখানা কেনার ফলে শিল্পের উন্নয়ন হবে বলেই মনে করছে রাজ্য। এর জন্য দুই শিল্পগোষ্ঠীকে সব রকম ভাবে সহযোগিতার আশ্বাস দিয়েছে শাসক দল।

বিষ্ণুপুরের বিধায়ক তন্ময় ঘোষ জানিয়েছেন, ‘অভিজিৎ গ্রুপ নামে একটি শিল্পগোষ্ঠী শ্রী বাসবী ইন্ডাস্ট্রিজ নামে একটি বন্ধ কারখানা কিনেছে। অন্যদিকে, রোহিত ফেরো অ্যালয় নামে বন্ধ বন্ধ কারখানা কিনেছে টাটা গোষ্ঠী। কারখানা চালানোর জন্য তাদের সব রকম ভাবে সাহায্য করা হবে’ বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে, দ্বরিকা শিল্পাঞ্চলে লগ্নি আগামী দিনে আরও বাড়বে বলে তিনি জানিয়েছেন। প্রসঙ্গত, আগামী লোকসভা ভোটে দ্বারিকা শিল্পাঞ্চলে তৃণমূল উন্নয়নের খতিয়ান হিসেবে ব্যবহার করতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল।

তবে যাই হোক এর ফলে রাজ্যে বেশকিছু কর্মসংস্থান হবে বলে আশাবাদী বিশেষজ্ঞরা। অভিজিৎ গ্রুপ শিল্পগোষ্ঠী যে কারখানার দায়িত্ব নিয়েছে ইতিমধ্যেই সেই কারখানা গেটের রং করা হয়েছে। নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি ফার্নেস তৈরির জন্য কাজ শুরু হয়ে গিয়েছে। উল্লেখ্য, আগামী কয়েকদিনের মধ্যে বিশ্ববঙ্গ বাণিজ্য সংগঠন রয়েছে। এই পরিস্থিতিতে রাজ্যে লগ্নি আরও বাড়তে পারে বলে মনে করছেন সরকারি আধিকারিকদের একাংশ।

বন্ধ করুন