বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নিহত BJP কর্মী অভিজিৎ সরকারের বাড়ি গিয়ে ধমকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

নিহত BJP কর্মী অভিজিৎ সরকারের বাড়ি গিয়ে ধমকানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে

অভিজিৎ সরকার ও দিলীপ ঘোষ। ফাইল ছবি

বিশ্বজিৎবাবু বলেন, আদালতের নির্দেশে আমাদের বাড়ির সামনে পুলিশ পাহারা থাকে। তাঁদের যখন বলি সিসিটিভি ফুটেজ দেখান, তখন তাঁরা বলেন, ক্যামেরা চালু হচ্ছে না।

২০২১ বিধানসভা ভোটের ফল প্রকাশের দিন বিকেলে কলকাতার বেলেঘাটায় তৃণমূলি গুন্ডাদের মারে নিহত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মাকে মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দেওয়ার অভিযোগ। অভিজিতের দাদা বিশ্বজিতের দাবি, শনিবার দুপুর ২টো ৩০ মিনিট নাগাদ বাড়িতে এসে অভিযুক্তদের আইনজীবী মাকে সাদা কাগজে সই করতে চাপ দেন। তার পর অসুস্থ হয়ে পড়েন মা। তাঁকে NRS হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পর ছুটি দেন চিকিৎসকরা।

বিশ্বজিৎবাবু জানিয়েছেন, ২৮ ফেব্রুয়ারি অভিজিৎ সরকার হত্যা মামলায় আদালতে তাঁর গুরুত্বপূর্ণ সাক্ষ্য রয়েছে। তার আগে শনিবার তৃণমূলের গুন্ডাদের নিয়ে তাঁদের বাড়িতে আসেন অভিযুক্তদের আইনজীবী। মামলা তুলে নেওয়ার জন্য মায়ের ওপর চাপ দিতে থাকেন তিনি। এমনকী সাদা কাগজে সই করতে বলেন। চাপের মুখে অসুস্থ হয়ে পড়েন মা। তাঁকে NRS-এ নিয়ে যাই। সেখানে প্রাথমিক চিকিৎসার পর রাতে তাঁকে নিয়ে বাড়ি ফিরি।

বিশ্বজিৎবাবু বলেন, আদালতের নির্দেশে আমাদের বাড়ির সামনে পুলিশ পাহারা থাকে। তাঁদের যখন বলি সিসিটিভি ফুটেজ দেখান, তখন তাঁরা বলেন, ক্যামেরা চালু হচ্ছে না।

বিশ্বজিৎবাবু জানিয়েছেন, পরেশ পালের লোকেরা এসে আমাদের ধমকেছে। আর পুলিশ বসে বসে দেখেছে। আমার মা রীতিমতো আতঙ্কে রয়েছেন। সিবিআইয়ের তদন্তের গতিতেও আমরা সন্তুষ্ট নই।

২০২১ সালের ২ মে বিকেলে বিধানসভা ভোটের ভোটের ফল প্রকাশের পর বেলেঘাটায় বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে পিটিয়ে মারে তৃণমূলি গুন্ডারা। এমনকী অভিজিতের পোষ্য কুকুরটিকেও পিটিয়ে মারে তারা। পরিবারের অভিযোগ, তৃণমূলের বাহুবলী বিধায়ক পরেশ পালের নির্দেশেই এই হামলা হয়েছে। আদালতের নির্দেশে এই মামলার তদন্ত করছে সিবিআই।

 

বন্ধ করুন