অমিত শাহ তোমার দাদা? তা হলে ভাইপো কে?— রবিবার একদিকে যখন পশ্চিম মেদিনীপুরে দাঁতনে রোড শো করছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তখন ডায়মন্ড হারবারের জনসভা থেকে তাঁর বিরুদ্ধে এই প্রশ্ন তুলেই আক্রমণ করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুকে ‘উপসর্গহীন ভাইরাস’, ‘বেইমান’ বলেও কটাক্ষ করেন অভিষেক।
এদিন অভিষেক বলেন, ‘তৃণমূল থেকে পাল্টি খেয়ে, নিজের শিরদাঁড়া বিক্রি করে, মেরুদণ্ডহীন পাল্টিবাজ নেতা মেদিনীপুরের সভা থেকে আমাকে আক্রমণ করছে। বলছে, তোলাবাজ ভাইপো হঠাও।’ পাল্টা শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে অভিষেক বলেন, ‘নারদার ভিডিও–তে খবরের কাগজে মুড়ে টাকা নিতে তোমায় দেখা গেছে। তোলাবাজ তো তুমি। সারদায় তো তোমার নাম রয়েছে। তোলাবাজ তো তুমি। আর তোলাবাজ ভাইপো হঠাও?’
তিনি সারদা বা নারদা কিছুতেই নেই বলে জানিয়ে অভিষেক শুভেন্দুকে তীব্র আক্রমণ করে বলেন, ‘আমার পিছনে ইডি লাগুক বা সিবিআই, পাবে কাঁচকলা। তোমাদের যা করার আছে করে নাও। টিভি–র পর্দায় ঘুষ খেতে তোমাকে দেখা যাচ্ছে। আর ইডি, সিবিআইয়ের ভয়ে মেরুদণ্ড বিক্রি করে তোমরা অন্য দলে যাচ্ছ আর তোলাবাজ ভাইপো হঠাও?’
তাঁর বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ প্রমাণ করতে পারলে ফাঁসির মঞ্চেও উঠতে রাজি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি বলেন, ‘আমার পিছনে ইডি, সিবিআই লাগাতে হবে না। তোমরা একটা ফাঁসির মঞ্চ তৈরি করবে, যদি কেউ প্রমাণ করতে পারে যে ভাইপো তোলাবাজির সঙ্গে যুক্ত, আমি নিজে গিয়ে মৃত্যুবরণ করে আসব। আমি চ্যালেঞ্জ করে গেলাম। আমি ইডি, সিবিআই–কে ভয় পাই না।’ নিজের লোকসভা কেন্দ্রের বাসিন্দাদের অভিষেক বলেন, ‘আমি মৃত্যুবরণ করতে রাজি আছি কিন্তু আপনাদের নাম কুলষিত হতে দেব না।’