বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Abhishek Banerjee: সাধারণ মানুষ সানরুফ থেকে মাথা বার করলে ১০০০ টাকা জরিমানা, আর অভিষেকের বেলায় মাফ?

Abhishek Banerjee: সাধারণ মানুষ সানরুফ থেকে মাথা বার করলে ১০০০ টাকা জরিমানা, আর অভিষেকের বেলায় মাফ?

সান রুফ থেকে মাথা বার করে দলীয় কর্মীদের অভিনন্দন কুড়াচ্ছেন অভিষেক। 

এদিন অভিষেকের কনভয় বীরভূমের লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে এসে উপস্থিত হলে তাঁকে ফুল – মালায় স্বাগত জানান জেলার তৃণমূল নেতারা। ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় এবং অন্যান্য নেতারা।

রাজ্যজুড়ে রথযাত্রায় বেরিয়ে এবার ট্রাফিক আইন ভঙ্গ করার অভিযোগ উঠল তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। মঙ্গলবার বীরভূমের লোহাপুর এলাকায় গাড়িতে করে যাওয়ার সময় অভিষেককে গাড়ির সান রুফ থেকে দেহ বাইরে বার করে হাত নাড়তে দেখা যায়। এই একই অপরাধে গত বছর জানুয়ারি মাস থেকে কলকাতা শহরে একাধিক গাড়ি চালককে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা করেছে কলকাতা পুলিশ।

মঙ্গলবার মুর্শিদাবাদ থেকে বীরভূমে পৌঁছেছে অভিষেকের রথযাত্রা কর্মসূচি। যার পোশাকি নাম ‘তৃণমূলের নব জোয়ার’। এদিন অভিষেকের কনভয় বীরভূমের লোহাপুর কাঁটাগড়িয়া মোড়ে এসে উপস্থিত হলে তাঁকে ফুল – মালায় স্বাগত জানান জেলার তৃণমূল নেতারা। ছিলেন রামপুরহাটের বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়, বীরভূম লোকসভার সাংসদ শতাব্দী রায় এবং অন্যান্য নেতারা। সেখানেই অভিষেককে তাঁর SUV গাড়ির সান রুফ দিয়ে দেহ গাড়ির বাইরে বার করে হাত নাড়তে দেখা যায়। যা ট্রাফিক আইনের ১৮৪ (এফ) ধারায় দণ্ডনীয়।

জ়ি নিউজের প্রকাশি প্রতিবেদন বলছে, ২০২০ সালের জানুয়ারি মাসে কলকাতা শহরে সানরুফ থেকে দেহ বার করে সফর করার বিরুদ্ধে সচেতনতা তৈরির কাজ শুরু করে কলকাতা পুলিশ। বিশেষ করে শীতকালে এই প্রবণতা বেশি দেখা বলে জানিয়ে এক পুলিশ আধিকারিক বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরায় নজরদারি চালাচ্ছি। যারা এই কাজ করছেন তাদের ট্রাফিক আইনের ১৮৪ এফ ধারায় দায়িত্বজ্ঞানহীন ভাবে গাড়ি চালানোর অপরাধে ১০০০ টাকা করে জরিমানাও করেছি।’ তিনি আরও বলেন, ‘অনেক সময় নীচু তার, গাছের ডাল বা ঘুড়ির সুতো রাস্তার ওপর পড়ে থাকে। সানরুফ দিয়ে মাথা বাইরে বার করলে তা প্রাণঘাতী হতে পারে’।

আধুনিক গাড়ির চালকের মাথার ওপর ছাদে কিছুটা ফাঁকা জায়গা থাকে। দরকারে সেই জায়গায় থাকা ঢাকনা সরিয়ে গাড়িতে বাড়তি আলো ও বাতাস ঢোকার ব্যবস্থা করা যায়। একে সানরুফ বলে। 

 

 

বন্ধ করুন