তাঁর সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধ কারও অজানা নয়। মূলত সেই বিরোধের জেরে তৃণমূল ছেড়েছিলেন সৌমিত্র খান। এবার সেই অভিষেককে চোরের বলে আক্রমণ করলেন বিজেপি নেতা সৌমিত্র খাঁ। রবিবার সন্ধ্যায় নিজের লোকসভা কেন্দ্র বিষ্ণুপুরের ওন্দায় এক সভা থেকে তিনি বলেন, ‘ওর চোরের ঘরে জন্ম হয়েছে।’
এদিন সৌমিত্র খাঁকে বলতে শোনা যায়, ‘১৯৯৮ সালে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, জাতীয় কংগ্রেস পারিবারিক পার্টি। আজ তিনি ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাতে ব্যাটন তুলে দিচ্ছেন। ভাইপোটা কি পারিবারিক নয়? বাইরে থেকে এসেছে’?
এর পর সুর আরও চড়ান সৌমিত্র, ‘তিনি নিজেই তো একটা চোর। তার জন্মটা হয়েছে চোরের ঘরে। কার্তিক, বাবন বন্দ্যোপাধ্যায় সবগুলো এক একটা চোর’।
'কাছের মানুষ'-এর ট্রেলার জুড়ে দেব-প্রসেনজিৎ-ইশা! কেন বাদ পড়লেন সুস্মিতা
শুধু অভিষেক নয়, এদিন তাঁর পিসি তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও বেলাগাম আক্রমণ করেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘সংবাদমাধ্যমের মাধ্যমে আমি তৃণমূলনেত্রীর কাছে জানতে চাই। আপনি নিজে সত্যিই সততা? আপনি তো সবাইকে গার্লফ্রেন্ড জুড়ে দিচ্ছেন, আপনি কুমারী মমতা বন্দ্যোপাধ্যায় না শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়? এটুকু শুধু বলে দিন।’
এখানেই শেষ নয়। মমতাকে উদ্দেশ করে তিনি বলেন, ‘আপনি মাথাটা দেখিয়ে দেন। যে আপনার মাথায় কটা স্টিচ পড়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ে মাথায় একটাও স্টিচ পড়েছি। যদি স্টিচ দেখিয়ে দেয় তাহলে আমি রাজনৈতিক বক্তব্য রাখা ছেড়ে দেব।’