বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > কারা হবেন তৃণমূলের ব্লক সভাপতি? সমীক্ষা করিয়ে নিলেন অভিষেক বন্দোপাধ্যায়

কারা হবেন তৃণমূলের ব্লক সভাপতি? সমীক্ষা করিয়ে নিলেন অভিষেক বন্দোপাধ্যায়

অভিষেক বন্দ্যোপাধ্যায় (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক @AbhishekBanerjeeOfficial)

এই ব্লক সভাপতি নিয়োগের জন্য সমীক্ষা করার কাজ শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী সমীক্ষার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। সম্পূর্ণ সমীক্ষার রিপোর্ট হাতে পেলেই ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হবে।

বগটুই–সহ নানা ব্লকে সমস্যা তৈরি হয়েছিল। যার জন্য বিরোধীরা নানা কথা বলার সুযোগ পাচ্ছে। এই পরিস্থিতি মোকাবিলায় এবার ব্লক সভাপতি পরিবর্তন করতে চাইছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাহলে কারা হবেন তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি?‌ এই বিষয়ে সমীক্ষা করাচ্ছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কেন হঠাৎ এমন উদ্যোগ?‌ তৃণমূল কংগ্রেস সূত্রে খবর, গত ৫ মে নতুন তৃণমূল ভবনে বসেছিল রাজ্য কমিটির বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠক শেষে সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছিলেন, ২০ মে’‌র পর দলের সাংগঠনিক রদবদল হবে ব্লক স্তরে। নতুন করে ব্লক সভাপতি নিয়োগ করা হবে। সেই তারিখ পেরিয়ে গিয়েছে। তাই এখন ব্লক সভাপতি নিয়োগে জোর দেওয়া হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে এরাই মাঠে নেমে খেলবে।

ঠিক কী করা হচ্ছে?‌ সূত্রের খবর, এই ব্লক সভাপতি নিয়োগের জন্য সমীক্ষা করার কাজ শুরু করে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এমনকী সমীক্ষার কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। সম্পূর্ণ সমীক্ষার রিপোর্ট হাতে পেলেই ব্লক সভাপতিদের নাম ঘোষণা করা হবে। ব্লক সভাপতি নিয়োগে স্বচ্ছতা আনতেই নতুন এই পদ্ধতি শুরু করেছেন তিনি।

কেমন করে সমীক্ষাটি হচ্ছে?‌ জানা গিয়েছে, সমস্ত বিধানসভা এলাকায় যেখানে তৃণমূল কংগ্রেসের বিধায়ক রয়েছেন, তাঁদের কাছ থেকে ব্লক সভাপতি হিসাবে নাম চাওয়া হয়েছে। তাঁরা ব্লক সভাপতিদের নাম সুপারিশ করেছেন। আর তা অভিষেকের ক্যামাক স্ট্রিটের অফিসে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানে ব্লক সভাপতিদের নামের সঙ্গে সমীক্ষায় উঠে আসা নাম মিলিয়ে দেখা হবে। ব্লক স্তরে যাঁর স্বচ্ছ ভাবমূর্তি এবং কর্ম তৎপরতা বেশি থাকবে তাঁরাই প্রাধান্য পাবে।

বাংলার মুখ খবর

Latest News

বেআইনি বাড়ি নিয়ে বৈঠকের মধ্যেই প্রাক্তন বিচারপতিকে ফোন ফিরহাদের! 'ওই সাধকরাই আমায় শিখিয়েছিলেন…' স্বামী স্মরণানন্দের স্মৃতিচারণায় মোদী মাতাল হয়ে দিল্লির ফ্লাইট চালিয়ে বরখাস্ত হলেন এয়ার ইন্ডিয়ার পাইলট KKR-এর ডাগআউটে গম্ভীরকে দেখেই জ্বলে উঠতে পারেন কোহলি, ধারণা প্রাক্তন তারকার বেলেঘাটা মেট্রোয় সব ঠিক আছে? পরিদর্শনের পরে ‘রায়’ CRS-র, রইল ট্রায়াল রানের দৃশ্য মনে মনে লাদাখ চলুন 'চুটগি' নামের খাবার হাতে! এভাবে বানালেই চেটেপুটে খাবেন সকলে মস্কোয় সন্ত্রাসী হামলার এক সপ্তাহ বাদে এখনও নিঁখোজ প্রায় ১০০ ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আমরা ২ লাখেরও বেশি হারাব’‌, বিজেপি নেতার মন্তব্যে আলোড়ন ‘আশা করছি প্রত্যেকের অধিকার…’কেজরিওয়াল গ্রেফতারে মুখ খুলল রাষ্ট্রসংঘ চিন্তা উড়িয়ে বাম্পার চাকরি পেল IIM-এর পড়ুয়ারা, গড়ে ৩২ লাখের প্যাকেজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.