দিল্লিতে দলের সাংসদদের মঙ্গলবার মধ্যাহ্নভোজে ডেকেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি পঞ্চায়েত ভোট নিয়ে সাংসদদের সঙ্গে বৈঠকে করলেন। তাঁদের বেশ কিছু নির্দেশও দিয়েছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সাংসদদের আবারও মনে করিয়ে দিয়েছেন, পঞ্চায়েত নির্বাচন শান্তিপূর্ণ ভাবে করতে হবে।
মধ্যাহ্নভোজ বৈঠককে অভিষেক সাংসদদের নির্দেশ দেন, অধিবেশন শেষ হলেই দ্রুত নিজ নিজ এলাকায় ফিরে যেতে। পঞ্চায়েত নির্বাচনের কাজে ঝাঁপিয়ে পড়তে। বৈঠকে তিনি আবারও মনে করিয়ে দেন শান্তিপূর্ণ ভাবে পঞ্চায়তে নির্বাচন করতে হবে। কোনও রকম জোর জবরদোস্তি বরদাস্ত করবে না দল।
সম্প্রতি চোপাড়াতে পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী বাছাইকে কেন্দ্র করে অশান্তিতে দু'জনের মৃত্যু হয়েছে। যা নিয়ে বিরোধীর প্রচার শুরু করেছে। এই ধরনের অশান্তির ক্ষেত্রেও হুশিয়ারি দিয়েছেন তিনি। দলে কোনও ধরনের গোষ্ঠীদ্বন্দ্ব বরদাস্ত করা হবে না বলে সাংসদদের সাফ জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্য়োপাধ্যায়।
(পড়তে পারেন। হাজার কোটি টাকা বাংলাকে পাঠাল নয়াদিল্লি, একশো দিনের কাজ নিয়ে নীরব মোদী সরকার)
তিনি বলেন,'পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীকে হবে তা ঠিক করবে দলের শীর্ষ নেতৃত্ব। নীচুতলায় আলোচনা করে কারও নাম পাঠাতেই পারে। তবে তা চূড়ান্ত করবে দল।'
প্রসঙ্গত, সাংসদ অধিবেশনে যোগ দেওয়ার পাশাপাশি কেন্দ্রে বঞ্চনার বিরুদ্ধে সরব হয়েছেন অভিষেক। বুধবার গ্রামোন্নয়ন মন্ত্রীর সঙ্গে দেখা করার জন্য অনুমতি চেয়েছেন। অনুমতি না পেলে তৃণমূল সাংসদদের নিয়ে মন্ত্রীর অফিসের সামনে ধরনায় বসে যাবেন অভিষেক। এরই ফাঁকে সাংসদদের সঙ্গে পঞ্চায়েত নির্বাচন নিয়ে বৈঠক করে নিলেন ডায়মন্ড হারবারের সাংসদ।